শিরোনাম
◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৮ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিশর থেকে প্রকাশ হচ্ছে বাংলাদেশি আলেমের রচিত ২৩ খণ্ডের গ্রন্থ

ওমর শাহ: বাংলাদেশি আলেম মুফতি হিফজুর রহমানের রচিত ২৩ খণ্ডের একটি আরবি গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে মিশরের কায়রোর একটি প্রকাশনা। ‘দারুস সালিহ’ নামের ওই প্রকাশনা মিশরে আগামী ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত আন্তর্জাতিক বইমেলায় গ্রন্থটির মোড়ক উন্মোচন করবে। জীবনী ভিত্তিক বইটির আরবি নাম ‘আল বুদুরুল মুজিয়্যাহ ফি তারাজিমিল হানাফিয়্যাহ’। বইটিতে ৬৯৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মোট ১৪ শ’ বছরের হানাফি মাযহাবের ইমামদের জীবনি স্থান পেয়েছে।

গ্রন্থটির লেখক মুফতি হিফজুর রহমান মুহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি হিসেবে কর্মরত আছেন। বইটি রচনা করতে তাঁর দশ বছর সময় লেগেছে বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন। ২৩ খ-ের এ গ্রন্থটি প্রথমে তার নিজস্ব প্রকাশনা শাইখুল ইসলাম থেকে তিনি প্রকাশ করেন। প্রকাশের পরই গ্রন্থটি বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানের মাদরাসা ও ইসলামিক স্কলারদের মাঝে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা অর্জন করে।

বইটি প্রকাশের বিষয়ে লেখক মুফতি হিফজুর রহমান আমাদেরসময়.কম কে বলেন, ‘এটা আমার জন্য খুবই আনন্দের বিষয়, আমার মতো একজন অযোগ্য দূর বাঙালির একটি কিতাব আন্তর্জাতিকভাবে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি খুবই খুশি। মহান আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া ছাড়া আমার আর কিছুই নেই।’

মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত বাংলাদেশি শিক্ষার্থী সালমান মাহবুব এ প্রতিবেদককে জানান, ‘মিশরের আন্তর্জাতিক বইমেলায় বইটি ১লা ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে। বাংলাদেশি শিক্ষার্থীদের মাধ্যমেই প্রকাশনাটি লেখকের সন্ধান পান ও বইটি প্রকাশের ইচ্ছে প্রকাশ করেন। প্রকাশনাটি লেখকের সঙ্গে দুই বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছেন।’

গ্রন্থটি হানাফি ফকিহদের জীবনীর ওপর সবচেয়ে বড় বিশ্বকোষগুলোর একটি। যাতে ইমাম আবু হানিফা থেকে বর্তমান পর্যন্ত ফকিহদের জীবনী লিপিবদ্ধ করা হয়েছে। বইটির মূল্য ১৫০ ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়