ওমর শাহ: বাংলাদেশি আলেম মুফতি হিফজুর রহমানের রচিত ২৩ খণ্ডের একটি আরবি গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে মিশরের কায়রোর একটি প্রকাশনা। ‘দারুস সালিহ’ নামের ওই প্রকাশনা মিশরে আগামী ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত আন্তর্জাতিক বইমেলায় গ্রন্থটির মোড়ক উন্মোচন করবে। জীবনী ভিত্তিক বইটির আরবি নাম ‘আল বুদুরুল মুজিয়্যাহ ফি তারাজিমিল হানাফিয়্যাহ’। বইটিতে ৬৯৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মোট ১৪ শ’ বছরের হানাফি মাযহাবের ইমামদের জীবনি স্থান পেয়েছে।
গ্রন্থটির লেখক মুফতি হিফজুর রহমান মুহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি হিসেবে কর্মরত আছেন। বইটি রচনা করতে তাঁর দশ বছর সময় লেগেছে বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন। ২৩ খ-ের এ গ্রন্থটি প্রথমে তার নিজস্ব প্রকাশনা শাইখুল ইসলাম থেকে তিনি প্রকাশ করেন। প্রকাশের পরই গ্রন্থটি বাংলাদেশসহ ভারত ও পাকিস্তানের মাদরাসা ও ইসলামিক স্কলারদের মাঝে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা অর্জন করে।
বইটি প্রকাশের বিষয়ে লেখক মুফতি হিফজুর রহমান আমাদেরসময়.কম কে বলেন, ‘এটা আমার জন্য খুবই আনন্দের বিষয়, আমার মতো একজন অযোগ্য দূর বাঙালির একটি কিতাব আন্তর্জাতিকভাবে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি খুবই খুশি। মহান আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া ছাড়া আমার আর কিছুই নেই।’
মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত বাংলাদেশি শিক্ষার্থী সালমান মাহবুব এ প্রতিবেদককে জানান, ‘মিশরের আন্তর্জাতিক বইমেলায় বইটি ১লা ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে। বাংলাদেশি শিক্ষার্থীদের মাধ্যমেই প্রকাশনাটি লেখকের সন্ধান পান ও বইটি প্রকাশের ইচ্ছে প্রকাশ করেন। প্রকাশনাটি লেখকের সঙ্গে দুই বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছেন।’
গ্রন্থটি হানাফি ফকিহদের জীবনীর ওপর সবচেয়ে বড় বিশ্বকোষগুলোর একটি। যাতে ইমাম আবু হানিফা থেকে বর্তমান পর্যন্ত ফকিহদের জীবনী লিপিবদ্ধ করা হয়েছে। বইটির মূল্য ১৫০ ডলার।