শিরোনাম
◈ দে‌শের রাজনী‌তি‌তে এনসিপি কি 'মব' দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? ◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:১৫ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি কী করে জানল আদালত বেগম জিয়াকে সাজা দেবে : কাদের

সাভার (ঢাকা) প্রতিনিধি : দুর্নীতির মামলায় যদি খালেদা জিয়া সাজা পান এটা আদালতের এখতিয়ার। তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নেবে। এখানে সরকারের কোনো হাত নেই। তিনি বলেন- বিএনপি কী করে জানল যে, আদালত বেগম জিয়াকে সাজা দেবে এবং এটা পূর্ব পরিকল্পিত।

শনিবার দুপুরে সাভারে হেমায়েতপুর-মানিকগঞ্জ সিংগাইর আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন- 'তারা আদালতকে হুমকি দিচ্ছেন। আদালতের রায় যদি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যায়, তাহলে সারা দেশে ভয়ংকর পরিস্থিতি হবে। বিএনপি সারা দেশে আন্দোলন করবে। সহিংসতায় যাবে। এ ধরনের হুমকি তারা কার বিরুদ্ধে দিচ্ছে। তাহলে আদালতের রায় তারা মানে না। আদালতের বিরুদ্ধে যারা হুমকি দিতে পারে, আমি মনে করি তাদের হাতে আইনের শাসন নিরাপদ নয়। নির্বাচনের আগেই বিএনপি নির্বাচনে জিততে চায়। এটা হলো এদের মানসিকতা।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন- '২০১৩-১৪ সালের মতো নির্বাচনের নামে বিএনপি যদি জ্বালাও-পোড়াও করতে চায় তাহলে জনগণই তাদের প্রতিহত করবে।'

তিনি বলেন- 'বাংলাদেশের আদালত স্বাধীনভাবে দায়িত্বপালন করছেন সরকার কোনো হস্তক্ষেপ করছে না। এখানে বিচারহীনতার কোনো সংস্কৃতি নেই।' সরকারের অনেক মন্ত্রী, এমপি ও ছাত্রলীগ পর্যায়ের সংগঠনের অনেক নেতাকর্মীও কারাগারে আছেন বলে মন্তব্য করেছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর এবং সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়