মরিয়ম চম্পা : পুলিশকে হেনস্তার দায়ে ৬ ভারতীয় নারীকে আটক করেছে পুলিশ। শনিবার পুলিশের এক অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, বিয়ানদি মহারাষ্ট্রের পিরানি পাড়ায় ৬ জন নারীর একটি গ্রুপ মিলে এক পুলিশ সদস্যকে মারধর করেছে। গত শুক্রবার বিকেলে এ ঘটনার পরপরই স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
থানা পুলিশ কর্মকর্তা সুখাদা নরকার বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে বিয়ানদির ক্রাইম ইউনিট ও মুম্বাইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশন সাথে সাথে ঘটনা স্থলে চলে যায়। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ৬ নারী সন্ত্রাসিকে তারা গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে পাঠায়।
পুলিশের অফিসিয়াল বার্তায় বলা হয়, কামার আলি জাফারি নামের পুলিশ কর্মকর্তা পূর্ব অভিযোগের ভিক্তিতে ছদ্দবেশে আসামী ধরতে গেলে ওই নারী গ্রুপ তার ওপর আক্রমণ চালায়। এ সময় তারা পুলিশের পোশাক ধরে টানা হেচড়া করে ইউনিফর্ম ছিড়ে ফেলে। জাফরিকে উদ্ধার করার সময় অভিযুক্ত নারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও ইট পাটকেল ছুড়ে মাড়ে।
গোপন সূত্র জানায়, আসামীদের পায়ের চিহ্ন অনুসরণ করে শুক্রবার দুপুর ২ টার সময় বিয়ানদির ক্রাইম টিম আসামীদের বাড়িতে অবস্থানরত অবস্থায় গ্রেফতার করে। আইপিসি সেকশনের ৩৫৩ ধারার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। টাইমস নাউ