তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা: সারাদেশের ন্যায় কুমিল্লায়ও প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে স্কুল কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সকাল থেকেই প্রতিটি স্কুলে ভোটগ্রহণ হচ্ছে। স্কুলগুলোতে ঘুরে দেখা যায় যে নির্বাচনের আমেজ। উৎসব মুখর পরিবেশে সম্পুর্ন গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে ভোট গ্রহন হচ্ছে। শিক্ষার্থী জাতীয় নির্বাচনের মতোই লাইনে দাড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে।
স্টুডেন্টরা জানালেন বিদ্যালয়ে বিভিন্ন দিকের দায়িত্ব পালন করাই হবে নির্বাচিতদের কাজ।
শিক্ষকরা জাানলেন, গণতান্ত্রিক পরিবেশকে এখন থেকে তাদের মধ্যে শিক্ষা দিতে এ সব নির্বাচনে ফলপ্রসু কাজ দেবে।