ফরহাদ আমিন,টেকনাফ: টেকনাফে প্রধানমন্ত্রীর বিশেষ কার্যালয় কর্তৃক বাস্তবায়িত ইকোনমিক এরিয়া সাবরাং ট্যুরিজম ও জইল্যার দ্বীপ নাফ ট্যুরিজম পার্কে পৃথকভাবে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজ এবং বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।
জানা যায়, ২৬ জানুয়ারী সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইকোনমিক জোন সাবরাং ট্যুরিজম পার্ক রক্ষা বাঁধের উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
এ সময় বেজার যুগ্মসচিব সোহেলুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, টেকনাফ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শহিদুল্লাহ, এমএম বিল্ডার্স এন্ড ইনঞ্জিনিয়ারিং লিমিটেডের মো. ফায়জুল করিম রাশেদ, মো. জাহাঙ্গীর চৌধুরী, বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জইল্যার দ্বীপ নাফ ট্যুরিজম পার্কে কক্সবাজার পল্লীবিদ্যুৎ সমিতির উদ্যোগে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ১১হাজার ভোল্টের বিদ্যুৎ সংযোগ লাইনের শুভ উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী টেকনাফের সম্ভাবনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে এসব প্রকল্প গ্রহণ করেছেন। তাই দ্রুত সময়ে বৃহৎ এই দুইটি প্রকল্পের প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজ এবং বিদ্যুৎ সংযোগ শুরু করা হল। দ্রুত এই কাজগুলো শেষ হলে পুরো কক্সবাজারের পর্যটন খাতে পর্যটকদের আরো চাহিদা বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।