শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৩৭ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগ

নুরুল আমিন হাসান : রাজধানীর ডেমরায় এক বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই নারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন।

ডেমরার স্টাফ কোয়ার্টারের পুরান পাঁচতলা এলাকায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভূক্তোভোগী ওই এলাকায় একটি টেইলার্সের মালিক। ধর্ষণের পর ওই নারীর মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে গেছে ধর্ষকরা।

ওই নারীর এক স্বজন জানান, রাত সাড়ে ৮টার দিকে স্টাফ কোয়ার্টার পুরান পাঁচতলা এলাকায় ভুক্তোভোগীর বাসার দরজা নক করে হেলাল (৪০)। এ সময় দরজা খোলা মাত্রই হেলালের সাথে তার আরও তিন বন্ধু বাসার মধ্যে ঢুকে পড়ে। জোড় পূর্বক পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। যাওয়ার সময় ভুক্তোভোগী নারীর মোবাইল ফোনও নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরবর্তীতে বিষয়টি ওই নারীর খালাতো ভাই জানলে তিনি অসুস্থ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করে।

ধর্ষণের বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাউসার হোসেন আমাদের সময় ডটকমকে বলেন, 'সাংবাদিকদের মাধ্যমেই ধর্ষণের খবরটি পাই। ওই নারী বর্তমানে ঢামেক হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছন।'

'এ ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ করা হয় নি। কাউকে আটকও করা হয় নি। আমরা ঘটনাস্থলটি খুঁজতেছি' বলেও ওসি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়