শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০২:২০ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে পুলিশ-ডাকাত গোলাগুলি, আটক ৩

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুরের বিনোদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

শুক্রবার ভোররাতে এই ঘটনাটি ঘটেছে। এতে পুলিশের তালিকাভূক্ত ডাকাত সুমন গুলিবিদ্ধ হয়। সুমন কংশনারায়ণপুর গ্রামের চৌকিদার বাড়ির সিরাজ মিয়ার ছেলে।

আহত হয় পুলিশের এসআই কামরুল ইসলাম ও কনস্টেবল মোক্তার হোসেন। গুলিবিদ্ধ ডাকাত বেলজিয়াম সুমন ও আহত দুই পুলিশ সদস্যকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশের তালিকাভূক্ত ডাকাত বেলজিয়াম সুমনসহ একদল ডাকাত উত্তরজয়পুরের বিনোদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাতদল। পাল্টা গুলি ছুড়ে পুলিশ। এতে ডাকাত বেলজিয়াম সুমন গুলিবিদ্ধ হয়। আহত হয় পুলিশের এসআই কামরুল ইসলাম ও কনস্টেবল মোক্তার হোসেন।

এ সময় সদর উপজেলা পরিষদের মহিলা-ভাইস-চেয়ারম্যান ফারিহা আক্তার পারুলের স্বামী ডাকাত কামরুল হাসান রুবেল ও সিএনজি চালক সেলিমকে আটক করা হয়।

তাদের কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। গুলিবিদ্ধ সুমন শীর্ষ সন্ত্রাসী নিহত জসিম ও লাদেন মাসুম বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ।

পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে ডাকাতদলের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ডাকাত বেলজিয়াম সুমন গুলিবিদ্ধ হয়। দুই পুলিশ সদস্য আহত হয়। পরে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছ। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়