শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৭ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ানডের পর টেস্ট দল থেকেও বাদ পড়লেন সৌম্য-তাসকিন

ক্রীড়া প্রতিবেদক: ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দলে জায়গা পাননি ওপেনার সৌম সরকার ও পেসার তাসকিন আহমেদ। এবার বাদ পড়লেন টেস্ট দল থেকেও। এ দুজনের সঙ্গে বাদ পড়েছেন ত্রিদেশীয় সিরিজে ব্যর্থ হওয়া সাব্বির রহমানও। তবে, টাইগার দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের অফস্পিনার নাঈম হাসান।

দীর্ঘদিন ধরেই ফর্মহীন জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার। আলো ছড়াতে পারেননি পেসার তাসকিন আহমেদ। আর সাব্বির রহমান ত্রিদেশীয় সিরিজে দলে থাকলেও ব্যাট হাতে কোন ম্যাচেই ফর্ম দেখাতে পারেননি।

জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের দুই ইনিংসে ১২ রান করেন সৌম্য। আর সাব্বির রহমান দুই ম্যাচে চার ইনিংস ব্যাট করে সংগ্রহ করেন ৩৮ রান। আর চলতি ত্রিদেশীয় সিরিজে সাব্বির রহমানের রান ২৪, ৬ ও ১০।

পেসার তাসকিন আহমেদ জাতীয় দলে দীর্ঘদিন যাবৎ ফর্মহীন। বিপিএলের পঞ্চম আসরে চিটাগং ভাইকিংসের হয়ে জ্বলে উঠতে পারেননি। পুরো টুর্নামেন্টে তিনি মাত্র আটটি উইকেট সংগ্রহ করেন। জাতীয় দল থেকে বাদ পড়ার পর বিসিএলে তিনটি ম্যাচ খেলে আটটি উইকেট নিয়েছেন।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচের জন্য আজ শুক্রবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে আগামী ৩১ জানুয়ারি।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ১৪ সদস্য:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়