ডেস্ক রিপোর্ট : মিয়ানমার থেকে পালিয়ে আসা এতিম শিশুদের আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রত্যাবাসন করা হবে, জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার দুপুরে, কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি ।
এসময় তিনি জানান, মিয়ানমারে নির্যাতনের শিকার হওয়া ৩৬ হাজারেরও বেশি শিশু শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সাত হাজারের বেশি শিশু রয়েছে, যারা তাদের বাবা-মাকে হারিয়েছে। এই সব শিশুদের শনাক্ত করে নিবন্ধনের পাশাপাশি ডাটাবেজ তৈরির কাজ শেষ হলে তাদের স্মার্টকার্ড দেয়া হবে।
এসময়, সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাজনীন কাউছার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: ডিবিসি নিউজ