উপল বড়ুয়া : বিশ্বের সবচেয়ে বৃহৎ মোবাইল ফোনের চিপ নির্মাণকারী প্রতিষ্ঠান কোয়ালকমকে ১.২ বিলিয়ন জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। কোয়ালকম আমেরিকার একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। চুক্তিহীনভাবে অ্যাপলের চিপ ব্যবহার করার জন্য কোয়ালকমকে ওই জরিমানা করা হয়। জরিমানার অর্থ অ্যাপলের কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ইইউ। কোয়ালকম অভিযোগ নাকচ করে আবেদন করবে বলে জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের কম্পিটিশন কমিশনার মার্গারেট ভেস্টাগার বলেছেন, ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে অবৈধ প্রতিযোগিতা কমাতে এই উদ্বেগ। এর আগেও পেটেন্ট লাইসেন্সিং ও চিপ নির্মাণের ক্ষেত্রে অন্যায্য ব্যবাসার কারণে কোয়ালকমকে জরিমানা করা হয়েছিলো। বর্তমানে কোয়ালকমকে ইন্টেলসহ অন্যান্য চিপ নির্মানকারী প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে। ইইউ’র এই জরিমানা কোয়ালকমকে আরো ভোগান্তির দিকে ঠেলে দিয়েছে বলে করছেন কর্মকর্তারা। রয়টার্স