স্বপন কুমার দেব : সিলেটে সেনাবাহিনীর এক মেজরকে ছুরিকাঘাত ও গাড়ি ভাঙচুরের মামলায় ক্ষমতাসীন ছাত্রলীগের ৬ কর্মীর কারাদ- দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো এ রায় দেন। পরে আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, মামলায় ছাত্রলীগকর্মী হাসান শাহরিয়ার রকি, সাফকাত হোসেন শুভ, কাজী মাকসুদ আহমদ, ভানুলাল দাশ, সাইদুল ইসলাম ও সমীরণ চৌধুরী সৌরভকে ৪ বছরের কারাদ- এবং ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সিলেট মহানগরীর ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান জুয়েল ও ছাত্রলীগকর্মী হাবিবুর রহমান পাভেলকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
উল্লেখ্য, গতবছরের ৬ এপ্রিল রাতে সিলেট নগরীর কেওয়াপাড়ার বাসার সামনে গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে মেজর আজিজের ওপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা।
এ সময় হামলাকারীরা মেজরের ডান কানের নিচে ছুরিকাঘাত এবং তার গাড়ি ভাঙচুর করে।
পরে মেজর আজিজ বাদী হয়ে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। দ্রুত বিচার আইনে দায়ের এ মামলায় আজ রায় হলো।