শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৬ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিদি ও ক্যালিসের পর ইতিহাসের সামনে সাকিব

[caption id="attachment_441130" align="alignleft" width="500"] মিরপুরের মাঠে উইকেট পাওয়ার পর চিরাচরিত ভঙ্গিতে সাকিব। ফাইল ছবি[/caption]

আক্তারুজ্জামান: সাকিব মানেই যেন দারুণ কিছু। প্রথম ক্রিকেটার হিসেবে অনেক রেকর্ডের দেখা পেয়েছেন তিনি। চলমান ত্রিদেশীয় সিরিজে আছেন দারুণ ফর্মে। ফর্মের পাশাপাশি দাঁড়িয়ে আছেন বিরল এক কীর্তির সামনে। যে কীর্তি এখন পর্যন্ত মাত্র দুজন করতে পেরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ১০ হাজার রানের পাশাপাশি ৫০০ উইকেট শিকার করাই হলো সে কীর্তি। এই কীর্তি থেকে আর মাত্র চার উইকেট দূরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের সামনে রয়েছে এই বিরল কীর্তি ছোঁয়ার হাতছানি।

২০০৬ সালে অভিষেকের পর আন্তর্জাতিক ক্রিকেটের সবগুলো ফরম্যাটে সাকিব এ পর্যন্ত ২৯৫ ম্যাচ খেলে রান করেছেন ১০ হাজার ৫২, উইকেট নিয়েছেন ৪৯৬টি। ত্রিদেশীয় সিরিজের তিন ম্যাচে ৩৭, ৬৭ আর ৫১ রানের তিনটি ম্যাচজয়ী ইনিংস খেলে পূর্ণ করেছেন ১০ হাজার রান।

বল হাতেও সাকিব দারুণ সফল। তিন ম্যাচে তার বাঁহাতি স্পিনে পরাস্ত হয়েছেন ৯ জন ব্যাটসম্যান। টুর্নামেন্টে প্রতি ম্যাচে তিনটি করে উইকেট নেওয়া সাকিবেরসাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ হওয়া শুধুই সময়ের ব্যাপার। বৃহস্পতিবার না হলেও শনিবারের ফাইনাল তো আছেই!

আন্তর্জাতিক ক্রিকেটে ‘টেন থাউজ্যান্ড অ্যান্ড ফাইভ হানড্রেড’ ক্লাবের সদস্য মাত্র দুজন। এই অভিজাত ক্লাবের প্রথম সদস্য দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ৫১৯টি ম্যাচ খেলে ২৫ হাজার ৫৩৪ রান করার পাশাপাশি ৫৭৭ উইকেট নিয়েছেন।
দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ৫২৩টি ম্যাচ খেলা আফ্রিদি ১১ হাজার ১৮৫ রান করেছেন, আর উইকেট নিয়েছেন ৫৪০টি।

আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় ৫০ বছরে মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে অসাধারণ ইতিহাস গড়তে যাচ্ছেন বিশ্বের নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়