শিরোনাম
◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০২:২৭ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই সিরিজে পাকিস্তানকে টপকাতে পারছে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : এখন ঘরের মাঠে বাংলাদেশ অপ্রতিরোধ্য। ইতোমধ্যে বিশ্বের সেরা দলগুলোকে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে মাশরাফি বাহিনী। এর পুরস্কার হিসেবে ২০১৫ সালে পাকিস্তানকে টপকে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যায় বাংলাদেশ। তবে গত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে ফের টপকে যায় পাকিস্তান। তবে এবার আবারও শোয়েব মালিকদের টপকে যাওয়ার সুযোগ মাশরাফিদের সামনে।

ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচ জেতা বাংলাদেশেরও রেটিং পয়েন্ট বাড়ছে একটু একটু করে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ছয়ে থাকা পাকিস্তানের সঙ্গে সাতে থাকা বাংলাদেশের ব্যবধান কমছে। বাংলাদেশ আর পাকিস্তানের ব্যবধান এখন ৩ রেটিং পয়েন্টের। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩ আর পাকিস্তানের ৯৬।

সমস্যা হলো, ঢাকায় চলতি ত্রিদেশীয় সিরিজে দুই প্রতিপক্ষের রেটিং পয়েন্ট এত কম আটে থাকা শ্রীলঙ্কার ৮৩, দশে থাকা জিম্বাবুয়ের ৫৩। বাংলাদেশ জিতলেও বেশি সুবিধা করতে পারছে না। সিরিজে বাংলাদেশের ম্যাচ বাকি দুটি। ম্যাচ দুটি জিতলেও বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৫। ফলে এই সিরিজ শেষে মাশরাফিরা আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে পাকিস্তানকে টপকাতে পারছে না। তবে রেটিং পয়েন্ট বেড়ে দুই দলের ব্যবধান হবে নিশ্বাস ছোঁয়া দূরত্বের। তাই পরের সিরিজে পাকিস্তানে টপকে যাওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়