শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ১২:৩৬ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলে জেল থেকে নির্বাচন করবে সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা

মুফতি আবদুল্লাহ তামিম : ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এখন জেলে। মঙ্গলবার তিনি জেল থেকেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
২০১৭ সালের জুলাইয়ে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে নয় বছরের কারাদ- দেয়া হয়। কেউ কেউ মনে করেন ২০১৮ সালের নির্বাচন থেকে দূরে রাখতেই তাকে কারারুদ্ধ করা হয়েছে। তবে, তিনি জেল থেকেই নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুইজ ইনাসিও লুলা ডি সিলভা।
ব্রাজিলের সংবিধান অনুযায়ী, কেউ টানা দু’মেয়াদের বেশি রাষ্ট্রপতি হতে পারে না। এমন আইনের কারণেই নিজে সরে দাঁড়িয়ে ওয়ার্কার্স পার্টিতে তার প্রিয় অনুসারী দিলমা রুসেফকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ করে দিয়েছিলেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম জনপ্রিয় নেতা লুলা।
ব্রাজিলের তিনজন বিচারক শীঘ্রই দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি লুলা প্রদত্ত কারাগারের মেয়াদ নিশ্চিত করার সিদ্ধান্ত নেবে। ওই রায় ব্রাজিলের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। লুলা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যেন আমি নার্বাচনে দাঁড়াতে না পারি। মৃত্যুর দিন পর্যন্ত আমি এদেশের মানুষের জন্য লড়ে যাবো।’
এদিকে হাজার হাজার লুলা সমর্থক দক্ষিণের পোর্টো আলেগ্রেতে লুলার মুক্তির দাবীতে সমাবেশ করছে। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়