শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ১১:৪১ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে স্মার্ট কার্ড বিতরণ শুরু

এম শিমুল খান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের পৌরসভার নয়টি ওয়ার্ড ও সদর উপজেলার ২১ ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। জেলা নির্বাচন অফিস এ সকল স্মার্ট কার্ড বিতরণ করছে।

বুধবার সকালে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো: মুন্সী ওয়াহিদুজ্জামান।

স্মার্ট কার্ড নিতে সকাল থেকে কলেজ প্রাঙ্গণে ভিড় করতে থাকেন গ্রাহকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরো বাড়তে থাকে। পৌরসভার ১নং ওয়ার্ডের ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ শুরু করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার বাকি ৮টি ওয়ার্ড ও সদর উপজেলার ২১টি ইউনিয়নে বিতরণ করা হবে।আগামী সাড়ে তিন মাসের মধ্যে সদর উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শেষ করা হবে এবং পরে অন্যান্য উপজেলায় পর্যায়ক্রমে শুরু করা হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: শাম্মী আক্তার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: মুন্সী ওয়াহিদুজ্জামান স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।

ভোটার শিল্পী রানী, স্মৃতি বাড়ৈ, জুই খানম জানান, স্মার্ট কার্ডে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিতে পারবেন। স্মার্ট কার্ড হাতে পেয়ে তারা অনেক খুশি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো: মুন্সী ওয়াহিদুজ্জামান জানান, জেলায় সাড়ে আট লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ইতোমধ্যে টুঙ্গিপাড়া উপজেলায় ৬০ হাজার বিতরণ করা হয়েছে। বুধবার থেকে গোপালগঞ্জের পৌরসভার নয়টি ওয়ার্ড ও সদর উপজেলার ২১টি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। যা সাড়ে তিন মাস সময় লাগবে। স্মার্ট কার্ডে ভূলভ্রান্তি থাকলে অফিসে যোগাযোগ করলে তা সংশোধন করার ব্যবস্থা করা হবে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়