মরিয়ম চম্পা : লিবিয়ার বেনগাজিতে জোড়া গাড়ি বোমা হামলায় অন্তত ২৭ ব্যক্তি নিহত হয়েছেন। একটি মসজিদের পাশে কয়েক মিনিটের ব্যবধানে পৃথক দুটি গাড়ি বোমা হামলায় আরও ২০-৩০ জন আহত হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বেনগাজির কেন্দ্রীয় আল সেøইমানির নিকটবর্তী একটি মসজিদের সামনে প্রথম হামলাটি চালানো হয়। এশার নামাজ শেষে মুসল্লিরা বের হচ্ছিলেন। দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয় সড়কের বিপরীত পাশে।
স্থানীয় আল জালা হাসপাতালের মুখপাত্র এএফপিকে জানান, হতাহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক লোকজনও রয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির ভিন্ন এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কোন পক্ষ হামলার দায় স্বীকার করেনি। লিবিয়ায় এর আগেও ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে মাত্র ১৫ মিনিটের মধ্যে দুটি হামলার ঘটনা সচরাচর দেখা যায়নি।
২০১১ সালে আরব বসন্তের জোয়ারে লিবিয়ায় শাসকবিরোধী আন্দোলন শুরু হয়। সে সময় সরকার ও বিদ্রোহীদের মধ্যে য্দ্ধু ছড়িয়ে পড়ে। এ সময় বেসামরিক ব্যক্তিদের রক্ষার নামে দেশটিতে হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট।
উল্লেখ্য, লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার পর দেশটি এক বিশৃঙ্খল অবস্থায় পড়ে। বিভিন্ন সশস্ত্র গ্রæপ নিজেদের সরকার ও পার্লামেন্ট গঠন করে। আর একে কেন্দ্র করে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত হয়। বিবিসি