শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৯ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জম্মু-কাশ্মীরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করবেন না: মেহবুবা মুফতি

ওমর শাহ: জম্মু-কাশ্মিরকে যুদ্ধক্ষেত্রে পরিণত না করার জন্য ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি রোববার বারামুল্লাতে পুলিশের এক অনুষ্ঠানে তিনি ওই আহ্বান জানান।

ভারত-পাক সীমান্তে উভয়পক্ষের মধ্যে একনাগাড়ে পাল্টাপাল্টি গুলিবর্ষণ ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী বলেন, এ সময় সীমান্তে রক্তের বন্যা বয়ে চলেছে।

মেহবুবা মুফতি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি দেশ উন্নয়নের রাস্তায় চলছে বলে থাকেন কিন্তু আমাদের রাজ্যে এর বিপরীত হচ্ছে। আমি প্রধানমন্ত্রী ও পাকিস্তানের কাছে আবেদন জানাচ্ছি যে জম্মু-কাশ্মিরকে যুদ্ধ ক্ষেত্রে পরিণত করবেন না, বন্ধুত্বের সেতু তৈরি করুন।’

কাশ্মিরের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলা রক্ষা করা তাদের জন্য এক কঠিন কাজ। তিনি আইনশৃঙ্খলা রক্ষার জন্য জনগণের সঙ্গে ধৈর্য প্রদর্শন করারও আহ্বান জানান।
গত বৃহস্পতিবার থেকে জম্মু-কাশ্মির সীমান্তে ভারত-পাক সেনাবাহিনীর মধ্যে একনাগাড়ে পাল্টাপাল্টি গোলাগুলি বর্ষণের ফলে এ পর্যন্ত বিএসএফ ও সেনাবাহিনীর ৫ সদস্যসহ ১১ জন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে। পাক সেনারা বেসামরিক জনবসতিকে টার্গেট করায় সীমান্ত এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী লোকজনকে বাড়ির বাইরে না বেরোতে এবং কোনো সন্দেহজনক জিনিস স্পর্শ করতে নিষেধ করেছে।

অন্যদিকে, স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ৫ জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল করে জম্মু, সাম্বা, কঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ জেলায় ছুটিতে যাওয়া চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীদের কাজে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকা থেকে এ পর্যন্ত কমপক্ষে ৪০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় শিবির অথবা আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়