শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৫ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গফরগাঁওয়ে রেল স্টেশনের ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজহারুল হক, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ ভাবে ঘরে উঠা ব্যবসা প্রতিষ্ঠানসহ ৭০টি স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের একটি দল । ডেপুটি কমিশনার রেলওয়ের ভূমি ও ইমারত কর্মকর্তা মোহাম্মদ অহিদুন্নবীর গতকাল রবিবার সকাললে অভিযান পরিচালনা করেন। এসময় ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনী(আর এন বি) ও ময়মনসিংংহ জিআরপি পুলিশের এই উচ্ছেদ অভিযানে অংশ নেয় । এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও রেলওয়ে ষ্টেশন মাস্টার মোসলেম উদ্দিন, ভূ-সম্পত্তি অধি বিভাগের ভূমি কর্মকর্তা (কানুনগো) ইকবাল মাহমুদ, ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনী(আর এন বি) এর এস আই মোঃ মেহেদী হাসান, গফরগাঁও জি আর পি ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান।

রেলওয়েস্টশন সূত্রে জানাযায় , গফরগাঁও রেলওয়ে ষ্টেশনের মূল প্লাটফরম ও আশপাশ ভূমিতে দীর্ঘদিন যাবত অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা গড়ে উঠে। রেল কর্তৃৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে উঠা এসব দোকানপাট ও স্থাপনা সড়িয়ে নেওয়ার জন্য একাধিক বার নোটিশ ও মাইকিং করা হলেও অবৈধ স্থাপনা সড়ানো হয়নি ।

ডেপুটি কমিশনার রেলওয়ের ভূমি ও ইমারত কর্মকর্তা অহিদুন্নবী বলেন, একাধিক বার নোটিশ ও মাইকিং করা হলেও অবৈধ স্থাপনা না সড়ানোয় তা উচ্ছেদ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়