শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০২:৩৬ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী নির্বাচনে অংশ নিবেন মিশরের প্রেসিডেন্ট সিসি

সাইদুর রহমান : মিশরের আগামী মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি। রাজধানী কায়রোতে শুক্রবার একটি টিভি অনুষ্ঠানে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণার পাশাপাশি 'চার বছর আগে সৃষ্ট গণতান্ত্রিক পরিস্থিতি'কে অক্ষুণ্ণ রাখতে নাগরিকদের প্রতি আহবান জানান সিসি।

তিনি বলেন, নির্বাচনে আপনাদের (জনগণ) অংশগ্রহণ শক্তিশালী বার্তা দিবে। আগামী মার্চের ২৬-২৮ তারিখে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুকদের তাদের নাম নিবন্ধন করতে হবে জানুয়ারির ২০-২৯ তারিখের মধ্যেই।

তড়িৎ নির্বাচনের ডেডলাইন ঘোষণার সমালোচনায় তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা, নিবন্ধ করা, প্রচারণা দল প্রস্তুত করা, প্রচারণা চালানো সেইসাথে নির্বাচন নিয়ে পর্যবেক্ষণের জন্য সময় দেয়া হয়েছে মাত্র দুই সপ্তাহ।

এদিকে বিরোধীদলীয় নেতা ও মানবাধিকার আইনজীবী খালেদ আলী এবং দেশটির মহাকাশ বিজ্ঞানী ইসাম হেজি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে পরবর্তীতে তা থেকে সরে এসেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শাফিক। তবে মিশরের সেনাবাহিনীর সাবেক প্রধান আনান আনুষ্ঠানিকভাবে আগাম নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন।সূত্র : ডেইলি সাবাহ

  • সর্বশেষ
  • জনপ্রিয়