মুফতি আবদুল্লাহ তামিম : সৌদি আরবে শীতকালীন আগত হাজার হাজার অতিথি পাখি শিকার নিষিদ্ধ করলো সৌদি বন্যপ্রাণী কর্তৃপক্ষ (এসডব্লিউএ)। সৌদি আরবে শীতকালে আগমন করে হাজারো অতিথি পাখি। বাহিত রোগ এভিয়েন ইনফ্লুয়েঞ্জা থেকে সৌদি গৃহপালিত পশুদের রক্ষা করতে অতিথি পাখি শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এসডব্লিউএর একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের দেশে বিভিন্ন ধরনের পাখি পশ্চিম ইউরোপ থেকে আসে। ওরা আরবের লাল সাগর পাড়ে দলবেঁধে উড়ে। অতিথি পাখিদের মধ্যে হুবার বিস্টার্ডস, পাসারিনস, ফ্লেমিংস, পেলিক্যান্স, ক্রেনস খুবই বেশি। এই পাখিগুলো সৌদির আল জাওফ, ওয়াদি আল জিজান,ও রিয়াদের আল সাউল, আল আসফার লেক, জুবাইল ইত্যাদি সামুদ্রিক অঞ্চলগুলোতে অস্থায়ীভাবে দলবদ্ধ হয়ে আসে।’ তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে দেশে এভিয়েন ফ্লু এর ভাইরাস শনাক্ত করেছে সরকার। তাই অতিথি পাখিদের শিকার নিষিদ্ধ করেছে সরকার।’
বন্যপ্রাণী অধিদপ্তর সতর্ক করে জানায়, খরগোস শিকারে কোনো সমস্যা নেই তবে হরিণ, বন্য ছাগবিশেষ, আরব চিতা, উটপাখি শিকার থেকে ও বিরত থাকতে বলা হচ্ছে। অধিদপ্তর আরো জানায়, গত সপ্তাহে রিয়াদ, দাম্মাম ও আল আহসায় উচ্চমাত্রায় জীবাণুযুক্ত এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রভাবে ৫ থেকে ৮টি প্রাণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ডা.আবদুল্লাহ আল আসিরি আরব নিউজকে বলেন, এই সংক্রমক ব্যাধির প্রতিষেধক ওষুধ তৈরী করার কার্যক্রম চলছে। আরব নিউজ