শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ  ◈ ৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের ◈ ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কী কিছুটা বেকায়দায় পড়েছে ◈ সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত ◈ মনোনয়ন নয়, দল ও দেশ বড়—মনোনয়নবঞ্চিতদের প্রতি তারেক রহমানের আহ্বান ◈ দোষী বা নির্দোষের বাইরে ইনুর বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ◈ ট্রাম্পের নীতিতে পরিবর্তন: মানবাধিকার নয়, এখন গুরুত্ব আঞ্চলিক স্থিতিশীলতায় ◈ ডিজিটাল লেনদেনে নতুন মাইলফলক, তবে নেই প্রধান দুই প্ল্যাটফর্ম

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ১২:৪২ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিথি পাখি শিকার নিষিদ্ধ করলো সৌদি

মুফতি আবদুল্লাহ তামিম : সৌদি আরবে শীতকালীন আগত হাজার হাজার অতিথি পাখি শিকার নিষিদ্ধ করলো সৌদি বন্যপ্রাণী কর্তৃপক্ষ (এসডব্লিউএ)। সৌদি আরবে শীতকালে আগমন করে হাজারো অতিথি পাখি। বাহিত রোগ এভিয়েন ইনফ্লুয়েঞ্জা থেকে সৌদি গৃহপালিত পশুদের রক্ষা করতে অতিথি পাখি শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এসডব্লিউএর একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের দেশে বিভিন্ন ধরনের পাখি পশ্চিম ইউরোপ থেকে আসে। ওরা আরবের লাল সাগর পাড়ে দলবেঁধে উড়ে। অতিথি পাখিদের মধ্যে হুবার বিস্টার্ডস, পাসারিনস, ফ্লেমিংস, পেলিক্যান্স, ক্রেনস খুবই বেশি। এই পাখিগুলো সৌদির আল জাওফ, ওয়াদি আল জিজান,ও রিয়াদের আল সাউল, আল আসফার লেক, জুবাইল ইত্যাদি সামুদ্রিক অঞ্চলগুলোতে অস্থায়ীভাবে দলবদ্ধ হয়ে আসে।’ তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে দেশে এভিয়েন ফ্লু এর ভাইরাস শনাক্ত করেছে সরকার। তাই অতিথি পাখিদের শিকার নিষিদ্ধ করেছে সরকার।’

বন্যপ্রাণী অধিদপ্তর সতর্ক করে জানায়, খরগোস শিকারে কোনো সমস্যা নেই তবে হরিণ, বন্য ছাগবিশেষ, আরব চিতা, উটপাখি শিকার থেকে ও বিরত থাকতে বলা হচ্ছে। অধিদপ্তর আরো জানায়, গত সপ্তাহে রিয়াদ, দাম্মাম ও আল আহসায় উচ্চমাত্রায় জীবাণুযুক্ত এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রভাবে ৫ থেকে ৮টি প্রাণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ডা.আবদুল্লাহ আল আসিরি আরব নিউজকে বলেন, এই সংক্রমক ব্যাধির প্রতিষেধক ওষুধ তৈরী করার কার্যক্রম চলছে। আরব নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়