শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ১২:০৫ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিলীনের পথে কুয়াকাটা ইকোপার্ক

আতিকুল আলম : প্রকৃতির সকল সৌন্দর্য দিয়ে সাজানো ছিলো গোটা এলাকা। প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ ও অজানা গাছ গাছালি চিনতে হাজারো পর্যটকের ভিড় লেগেই থাকতো। এই শীত মৌসুমে পিকনিক পার্টির সদস্যদের পিকনিক স্পটের জায়গা বাছাই করতে আগাম অনুমতি নিতে হতো। এ দৃশ্য ছিলো কুয়াকাটা ইকোপার্কের। মাত্র ১১ বছরে সেই প্রাকৃতিক স্বর্গোদ্যান এখন শ্মশানপুরী। প্রকৃতির সকল সৌন্দর্যই গিলে খেয়েছে প্রাকৃতিক দূর্যোগ ও রাক্ষুসে সাগরের ভাঙন।

গত ১১ বছরে পার্কটির মূল রাস্তাসহ স্থাপনা এখনও সংস্কার না হওয়ায় পার্কটি সাগরের ঢেউয়ের তান্ডবে বিলীন হওয়ার পথে। ইতিমধ্যে সাগর গর্ভে চলে গেছে ইকোপার্কের বিস্তীর্ণ ঝাউ বাগান সহ বিভিন্ন স্থাপনা। গত বর্ষা মৌসুমে শেষ স্থাপনাগুলোও বিলীন হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে বনকর্মকর্তাসহ স্থানীয় গ্রামবাসী এবং পর্যটকরা।

দায়িত্বরত বন কর্মকর্তারা জানালেন সাগর থেকে ইকোপার্কের দূরত্ব মাত্র ২৫/৩০ গজ। সাগরের জোয়ারে পার্কের পানির ঢেউ আছড়ে পড়ায় মৌসুমের শুরুতেই ভাঙন শুরু হয়।

পটুয়াখালীর কলাপাড়ার পর্যটনকেন্দ্র কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে মাত্র দুই কিলোমিটার পূর্বে ইকোপার্কটির অবস্থান। ২০০৭ সালের ১৫ নভেম্বরে সিডর এবং পরবর্তীতে আইলার কারণে ইকোপার্কে ব্যাপক ক্ষতি হয় । কিন্তু এরপর আর ইকোপার্ক রক্ষায় কোনো প্রকল্প অনুমোদন হয়নি। সূত্র : আমাদের অর্থনীতি

  • সর্বশেষ
  • জনপ্রিয়