মরিয়ম চম্পা : ফেসবুক সেলফির মাধ্যমে খুনিকে চিহ্নিত করলো কানাডিয়ান পুলিশ। কানাডিয়ান নারী সাইরেন রোজ এন্থোনি বান্ধবীকে খুনের পর তার ফেসবুকে ব্যবহৃত যৌথ ছবি থেকে হত্যাকান্ডের সন্ধান পায় পুলিশ।
কানাডিয়ান পুলিশের বরাত দিয়ে বলা হয়, ২১ বছর বয়সী সাইয়েন রোজ এন্থোনি গত মঙ্গলবার পুলিশের কাছে তার ১৮ বছর বয়সী বান্ধবী ব্রিটিনি গারগোলের হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ২০১৫ সালের মার্চে গারগোলকে হত্যা করেন তিনি।
কানাডার সাসকাচোয়ানের সাসকাটুন প্রদেশের একটি পতিত জমিতে গারগোলের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এ সময় তার মৃতদেহের পাশেই হত্যাকারি এন্থোনির ব্যবহৃত কোমরের বেল্টটি পরে থাকতে দেখা যায়।
গারগোল হত্যাকান্ডে এ্যন্থনিকে ৭ বছরের কারাদন্ড দিয়েছে দেশটির আদালত। আদালতের এক বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন রোজ তার বান্ধবীকে হত্যার এক ঘণ্টা আগে তাদের দুই বান্ধাবীর ছবি পোস্ট করেন।
সিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রোজ পুলিশের কাছে স্বীকার করেন গারগেলকে প্রথমে শরীরের আঘাত করে পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তিনি বলেন, তারা দুজনই উচ্চ মাত্রায় মদ্যপানের পাশাপাশি গাঁজাসক্ত ছিলেন। বিবিসি