শিরোনাম
◈ পাখির চোখ ভোট, ধর্মনিরপেক্ষ বহুত্বে জোর বিএনপি'র ◈ জলবায়ু সংকটে অস্তিত্বের সীমানায় দক্ষিণ এশিয়া—অসহযোগ নয়, বাঁচাতে হলে এখনই আঞ্চলিক ঐক্য ও যৌথ অভিযোজন জরুরি ◈ বিদেশি মিডিয়া যা বলছে ভারতীয় হাইকমিশনারকে তলব করা নিয়ে ◈ ১৪ মাসে গ্রেপ্তার ফ্যাসিস্টের ৫৬,১৮৭ দোসর, ৭০ ভাগই জামিনে মুক্ত! ◈ অ‌নেক ক‌ষ্টে পরাজয় এড়ালো বায়ার্ন মিউ‌নিখ ◈ ওসমান হাদি হত্যাচেষ্টা: ফয়সাল ও আলমগীর গুয়াহাটিতে, ভারতীয় সিম ব্যবহারের নতুন তথ্য প্রকাশ করলেন সাংবাদিক সায়ের ◈ দে‌শের ঐতিহাসিক রেওয়াজ বিজয় দিবসের কুচকাওয়াজ পরপর দুই বছর কেনো বন্ধ করলো অন্তর্বর্তী সরকার? ◈ তানজিম সাকিব আইপিএলে দল পেলেন ৭৫ লাখ রুপিতে! ◈ ওসমান হাদিকে গু‌লি ক‌রে হত‌্যা চেষ্টায় পল্টন থানায় মামলা ◈ পা‌কিস্তান সুপার লিগ শুরু ২৬ মার্চ, ফাইনাল ৩ মে

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৬ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে সবচেয়ে কম অপরাধের রেকর্ড

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক : ২০১৭ সালে সবচেয়ে কম অপরাধের তালিকা প্রকাশ করলো জাপান পুলিশ। পুরো বছরে মাত্র নয় লাখ অপরাধ সংঘঠিত হয়েছে দেশটিতে।

২০০২ সালেই জাপানে সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হয়। সেবছর প্রায় প্রায় ২৯ লাখ অপরাধ সংগঠিত হয় জাপানে। ২০১৬ সালে সর্ব প্রথম ১০ লাখের নিচে নেমে আসে অপরাধের সংখ্যা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা ছিলো একটি রেকর্ড।

তবে গত বছরের অধিকাংশ অপরাধই ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে। কিডন্যাপিং এবং মানব পাচারের মত অপরাধে সংখ্যা কিছুটা বেড়েছে। এক্ষেত্রে বেশিরভাগ ভুক্তভোগীই কিশোরী। স্কুল থেকে যাওয়া আসার পথে তারা এ ধরণের অপরাধের শিকার হয়েছে।

এছাড়াও ডাকাতি এবং খুনের সংখ্যা ৬৫৭টি কমে ২০১৬ সালে দাঁড়িয়েছে ১০ হাজারে। লাশের সংখ্যা কমে ৬৭ হাজার থেকে দাঁড়িয়েছে ৬৫ হাজারে, যা ২০১৩ সালের সাথে তুলনা করলে ৩৩ শতাংশ কমে গেছে। যদিও ধর্ষণের পরিমাণ ২০১৬ থেকে ১২২টি বেড়েছে। জাপান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়