ফরহাদ আমিন, টেকনাফ(কক্সবাজার): মিয়ানমারের রাখাইনে সহিংসতার চার মাস অতিবাহিত হলেও রোহিঙ্গা অনুপ্রবেশ থেমে নেই। একদিকে মিয়ানমার সরকারের সাথে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা চলছে। অপরদিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ৫৫জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।
বৃহস্পতিবার সকালে শাহপরীরদ্বীপের জালিয়াপাড়া, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া সহ আরো কয়েকটি পয়েন্ট দিয়ে ১৫ পরিবারে ৫৫ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু ঢুকেছে।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, ১৫ পরিবারের ৫৫ জন রোহিঙ্গা ঢুকেছে। তাদের মানবিক সহায়তা পূর্বক রোহিঙ্গা পরিবার গুলোকে হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।
এদিকে রোহিঙ্গা ইস্যুর কারণে সেন্টমার্টিনদ্বীপেও পর্যটক তুলনামূলক কমে এসেছে বলে জানা গেছে। সম্পাদনা: উমর ফারুক রকি