শিরোনাম
◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু ◈ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহরুল আলম ◈ দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে জি-টু-জি চুক্তি ◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি ◈ গণভোট ও নির্বাচন: সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন ◈ ভাবটা এমন আওয়ামী লীগকে সরানো হয়েছে বিএনপিকেও তাড়ানো হবে, বিএনপি বানের জলে ভেসে আসেনি : মির্জা আব্বাস  ◈ বিএনপি যদি ওতোই খারাপ হয়, তাদের ২জন কেন পদত্যাগ করে চলে আসেননি : তারেক রহমান (ভিডিও) ◈ আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৯:৫১ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির পেনাল্টি মিসে মৌসুমে প্রথম হার দেখলো বার্সা

স্পোর্টস ডেস্ক: হার কি জিনিস এ মৌসুমে তা যেন একরকম ভুলতেই বসেছিল বার্সেলোনা। টানা ২৯টি ম্যাচে অপরাজিত থাকা ভালভার্দের শিষ্যরা অবশেষে ৩০তম ম্যাচে এসে হারের তিক্ত স্বাদ নিলো। বুধবার রাতে কোপা দেল’রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এস্পানিওলের মাঠে ১-০ গোলে হেরেছে বার্সা।

এ মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৯টি ম্যাচে হারেনি বার্সা। সর্বশেষ তারা হারের স্বাদ পেয়েছিল গত বছরের আগস্টে স্প্যানিশ সুপার কাপে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ম্যাচটি ৩-১ গোলে হেরেছিল ভালভার্দের দল।

চেনা বার্সা যেন এই ম্যাচে একেবারেই অচেনা ছিল। ম্যাচের শুরুতে লুইস সুয়ারেজকে মাঠে নামাননি ভালভার্দে। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি দলটি। বিরতিতে যাওয়া আগে ৪৪তম মিনিটে পাওয়া একমাত্র সুযোগটিও নষ্ট করেন দেনিস সুয়ারেস।

অবস্থা বেগতিক দেখে ম্যাচের ৬০ মিনিটে লুইস সুয়ারেজকে নামান ভালভার্দে। ৬২ মিনিটে বার্সেলোনার দারুণ সুযোগও আসে। এস্পানিওল নিজেদের ডি বক্সে সার্জিও রবার্তোকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। স্পট কিক নেন দলের সবচেয়ে আস্থাভাজন লিওনেল মেসি। কে জানতো, তার শটও ঠেকিয়ে দেবেন গোলরক্ষক!

ওই গোলটি আটকে যেন আরও তরতাজা হয়ে যায় এস্পানিওল। শেষ সময়ে এসে (৮৮তম মিনিটে) বার্সাকে সবচেয়ে বড় হতাশাটা উপহার দেন অস্কার মেলেন্দো। কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

আর এতেই এ মৌসুমের অপরাজিত থাকার সম্ভাবনা শেষ হয়ে যায়। কেননা এস্পানিওল ১-০ তে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়