শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৯:৫১ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির পেনাল্টি মিসে মৌসুমে প্রথম হার দেখলো বার্সা

স্পোর্টস ডেস্ক: হার কি জিনিস এ মৌসুমে তা যেন একরকম ভুলতেই বসেছিল বার্সেলোনা। টানা ২৯টি ম্যাচে অপরাজিত থাকা ভালভার্দের শিষ্যরা অবশেষে ৩০তম ম্যাচে এসে হারের তিক্ত স্বাদ নিলো। বুধবার রাতে কোপা দেল’রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এস্পানিওলের মাঠে ১-০ গোলে হেরেছে বার্সা।

এ মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৯টি ম্যাচে হারেনি বার্সা। সর্বশেষ তারা হারের স্বাদ পেয়েছিল গত বছরের আগস্টে স্প্যানিশ সুপার কাপে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ম্যাচটি ৩-১ গোলে হেরেছিল ভালভার্দের দল।

চেনা বার্সা যেন এই ম্যাচে একেবারেই অচেনা ছিল। ম্যাচের শুরুতে লুইস সুয়ারেজকে মাঠে নামাননি ভালভার্দে। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি দলটি। বিরতিতে যাওয়া আগে ৪৪তম মিনিটে পাওয়া একমাত্র সুযোগটিও নষ্ট করেন দেনিস সুয়ারেস।

অবস্থা বেগতিক দেখে ম্যাচের ৬০ মিনিটে লুইস সুয়ারেজকে নামান ভালভার্দে। ৬২ মিনিটে বার্সেলোনার দারুণ সুযোগও আসে। এস্পানিওল নিজেদের ডি বক্সে সার্জিও রবার্তোকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। স্পট কিক নেন দলের সবচেয়ে আস্থাভাজন লিওনেল মেসি। কে জানতো, তার শটও ঠেকিয়ে দেবেন গোলরক্ষক!

ওই গোলটি আটকে যেন আরও তরতাজা হয়ে যায় এস্পানিওল। শেষ সময়ে এসে (৮৮তম মিনিটে) বার্সাকে সবচেয়ে বড় হতাশাটা উপহার দেন অস্কার মেলেন্দো। কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

আর এতেই এ মৌসুমের অপরাজিত থাকার সম্ভাবনা শেষ হয়ে যায়। কেননা এস্পানিওল ১-০ তে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়