শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৬:১৯ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দেবদাস’ থেকে ‘দাসদেব’

রবিন আকরাম: ফের বলিউডে ‘দেবদাস’। শরৎদন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস নিয়ে আবার তৈরি হচ্ছে নতুন একটি ছবি। পরিচালক 'হাজারো খোয়াইশে অ্যায়সি' খ্যাত সুধীর মিশ্র। দেবের চরিত্রে দেখা যাবে রাহুল ভট্র্কে। পারোর চিরিত্রে রিচা চাড্ডা ও চন্দ্রমুখী (ছবিতে চাঁদনি)-র চরিত্রটি করেছেন অদিতি রাও হায়দরি। তবে যা শোনা যাচ্ছে তাতে তিন মূল চরিত্র ছাড়া উপন্যাসের থেকে তেমন কিছুই নেননি পরিচালক।

পরিস্থিতির উপর দাঁড়িয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তিন চরিত্রকে নিয়ে নতুন গল্প সাজিয়েছেন। তবে ছবির নাম আগের 'দেবদাস' থেকে রাখা হয়েছে 'দাসদেব'।আগামী মার্চে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

'দেবদাস' কেনো 'দাসদেব' হলো সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন পরিচালক। তিনি বলেন, দেবদাস প্রথমে সুবোধ বালক থেকে অন্ধকার জীবনে পা বাড়িয়েছিল। তার দেবের ক্ষেত্রে বিষয়টি উল্টো। খারাপ থেকে ভালো হয়ে ওঠার গল্প। তাই ছবির এহেন নামকরণ। উত্তরপ্রদেশের একটি শহরে স্থিত দেবের জীবনে রাজনীতি ও প্রেমের উথালপাথাল ঢেউ নিয়েই মূল গল্প।

পরিচালকের মতে, তার এই ছবির ক্ষমতার লোভ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেই ক্ষমতাই প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায়। রাজনৈতিক পরিবারের আশা-আকাঙ্খা সামলে দেব ভালোবাসাকে জয় করবে তা নিয়েই গল্প। শরৎচদ্রের পাশাপাশি উইলিয়াম শেক্সপিয়রের উপাদানও গল্পে মজুত থাকবে বলে জানিয়েছেন পরিচালক।

প্রথমে ১৬ ফ্রেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও 'পদ্মাবত' ছবির মুক্তির জন্য 'দাসদেব'-এর মুক্তি পিছিয়েছে। একই দিনে মুক্তি পাবে আনুশকা শর্মা ও পরমব্রত পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ‘পরী’। বক্স অফিস কার দখলে থাকে সেটাই দেখার। সূত্র: বর্তমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়