শিরোনাম
◈ পুতিনের উপদেষ্টা ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার যে সুখবর দিলেন ◈ শেখ হাসিনার সঙ্গে বর্তমান শাসনব্যবস্থার খুব বেশি পার্থক্য নেই: রুমিন ফারহানা (ভিডিও) ◈ প্লে-অফে জয় পে‌লো ইন্টার মায়ামি, মে‌সির জোড়া গোল ◈ চিত্রনায়িকা ববি ও প্রযোজক বাশারের কল রেকর্ড ফাঁস (অডিও) ◈ শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড তদন্তে চার দেশকে আমন্ত্রণ: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ফেসবুকের জনপ্রিয় ব্যঙ্গাত্মক পাতা ‘সুইজারল্যান্ড প্রবাসী’র নেপথ্যে আসলে কারা? ◈ ছেলের হাতে প্রাণ গেল বাবার, ছেলেকে বাঁচাতে ছিনতাইয়ের নাটক সাজালো মা (ভিডিও) ◈ যেভাবে উদ্ধার হলেন মুফতি মহিবুল্লাহ, মিললো চাঞ্চল্যকর তথ্য!(ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে মেলেনি অনেক হিসাব, হতাশ রাজনৈতিক বিশ্লেষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ ◈ ভারতে জু‌নিয়র বিশ্বকাপ হ‌কি খেল‌বে না পা‌কিস্তান, নাম তুলে নিলো

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৬:১৯ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দেবদাস’ থেকে ‘দাসদেব’

রবিন আকরাম: ফের বলিউডে ‘দেবদাস’। শরৎদন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস নিয়ে আবার তৈরি হচ্ছে নতুন একটি ছবি। পরিচালক 'হাজারো খোয়াইশে অ্যায়সি' খ্যাত সুধীর মিশ্র। দেবের চরিত্রে দেখা যাবে রাহুল ভট্র্কে। পারোর চিরিত্রে রিচা চাড্ডা ও চন্দ্রমুখী (ছবিতে চাঁদনি)-র চরিত্রটি করেছেন অদিতি রাও হায়দরি। তবে যা শোনা যাচ্ছে তাতে তিন মূল চরিত্র ছাড়া উপন্যাসের থেকে তেমন কিছুই নেননি পরিচালক।

পরিস্থিতির উপর দাঁড়িয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তিন চরিত্রকে নিয়ে নতুন গল্প সাজিয়েছেন। তবে ছবির নাম আগের 'দেবদাস' থেকে রাখা হয়েছে 'দাসদেব'।আগামী মার্চে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

'দেবদাস' কেনো 'দাসদেব' হলো সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন পরিচালক। তিনি বলেন, দেবদাস প্রথমে সুবোধ বালক থেকে অন্ধকার জীবনে পা বাড়িয়েছিল। তার দেবের ক্ষেত্রে বিষয়টি উল্টো। খারাপ থেকে ভালো হয়ে ওঠার গল্প। তাই ছবির এহেন নামকরণ। উত্তরপ্রদেশের একটি শহরে স্থিত দেবের জীবনে রাজনীতি ও প্রেমের উথালপাথাল ঢেউ নিয়েই মূল গল্প।

পরিচালকের মতে, তার এই ছবির ক্ষমতার লোভ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সেই ক্ষমতাই প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায়। রাজনৈতিক পরিবারের আশা-আকাঙ্খা সামলে দেব ভালোবাসাকে জয় করবে তা নিয়েই গল্প। শরৎচদ্রের পাশাপাশি উইলিয়াম শেক্সপিয়রের উপাদানও গল্পে মজুত থাকবে বলে জানিয়েছেন পরিচালক।

প্রথমে ১৬ ফ্রেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও 'পদ্মাবত' ছবির মুক্তির জন্য 'দাসদেব'-এর মুক্তি পিছিয়েছে। একই দিনে মুক্তি পাবে আনুশকা শর্মা ও পরমব্রত পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ‘পরী’। বক্স অফিস কার দখলে থাকে সেটাই দেখার। সূত্র: বর্তমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়