শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৮ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটপাত একটা উছিলা

আবু সাঈদ খান : নারায়ণগঞ্জে ফুটপাত হকারমুক্ত করা নিয়ে মেয়র সেলিনা হায়াত আইভি এবং সংসদ সদস্য শামীম ওসমানের মধ্যে যে সাংঘর্ষিক চিত্র ফুটে উঠেছে, সেটা আসলে নারায়ণগঞ্জের অভ্যন্তরীণ রাজনৈতিক চিত্রের বহিঃপ্রকাশ। হকারদের ফুটপাতে বসানো বা উঠিয়ে দেওয়াটা একটা ইস্যু মাত্র। হকারদের সামনে রেখে বা আন্দোলনমুখি করে সংসদ সদস্য শামীম ওসমান আসলে মেয়র আইভিকে শায়েস্তা করার চেষ্টা করছে।

 

কেননা, আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি, আইভি এবং শামীম ওসমানের মধ্যে গভীর একটা দ্ব›ন্ধ বিরাজমান আছে। আর সেই দ্বন্ধ-বিবাদ কিন্তু সমাধান হচ্ছে না। একই দলের অভ্যন্তরীন রাজনৈতিক দ্বন্ধের কারণে জনজীবন ক্ষতিগ্রস্থ হচ্ছে। আওয়ামী লীগের উচিত এই সমস্যার একটা সমাধান করা।
সারাদেশেই হকারদের কারণে ফুটপাত দখল হয়ে আছে। জনজীবন ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং সেই সাথে উন্নয়নের গতি বাধাগ্রস্থ হচ্ছে। স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে হাটার কোনো উপায় নেই। সেকারণেই জনজীবনে গতি আনতে ফুটপাত হকারমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সেই সাথে হকারদের পূনর্বাসনের কথাও বলা হচ্ছে। হকার মার্কেটসহ নানা ধরনের ব্যবস্থা গ্রহণের কথাও শোনা যায়। এক্ষেত্রে একজন সংসদ সদস্যের কাছ থেকে যুক্তিহীনভাবে এধরনের আচরণ কোনোভাবেই আশা করা যায় না। কেননা, হকারমুক্ত করণ কর্মসূচি স্থানীয় সরকারের একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের বিরোধীতা করা সংসদ সদস্যের মানায় না।
পরিচিতি : সিনিয়র সাংবাদিক
মতামত গ্রহণ : লিয়ন মীর
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়