শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৮ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটপাত একটা উছিলা

আবু সাঈদ খান : নারায়ণগঞ্জে ফুটপাত হকারমুক্ত করা নিয়ে মেয়র সেলিনা হায়াত আইভি এবং সংসদ সদস্য শামীম ওসমানের মধ্যে যে সাংঘর্ষিক চিত্র ফুটে উঠেছে, সেটা আসলে নারায়ণগঞ্জের অভ্যন্তরীণ রাজনৈতিক চিত্রের বহিঃপ্রকাশ। হকারদের ফুটপাতে বসানো বা উঠিয়ে দেওয়াটা একটা ইস্যু মাত্র। হকারদের সামনে রেখে বা আন্দোলনমুখি করে সংসদ সদস্য শামীম ওসমান আসলে মেয়র আইভিকে শায়েস্তা করার চেষ্টা করছে।

 

কেননা, আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি, আইভি এবং শামীম ওসমানের মধ্যে গভীর একটা দ্ব›ন্ধ বিরাজমান আছে। আর সেই দ্বন্ধ-বিবাদ কিন্তু সমাধান হচ্ছে না। একই দলের অভ্যন্তরীন রাজনৈতিক দ্বন্ধের কারণে জনজীবন ক্ষতিগ্রস্থ হচ্ছে। আওয়ামী লীগের উচিত এই সমস্যার একটা সমাধান করা।
সারাদেশেই হকারদের কারণে ফুটপাত দখল হয়ে আছে। জনজীবন ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং সেই সাথে উন্নয়নের গতি বাধাগ্রস্থ হচ্ছে। স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে হাটার কোনো উপায় নেই। সেকারণেই জনজীবনে গতি আনতে ফুটপাত হকারমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সেই সাথে হকারদের পূনর্বাসনের কথাও বলা হচ্ছে। হকার মার্কেটসহ নানা ধরনের ব্যবস্থা গ্রহণের কথাও শোনা যায়। এক্ষেত্রে একজন সংসদ সদস্যের কাছ থেকে যুক্তিহীনভাবে এধরনের আচরণ কোনোভাবেই আশা করা যায় না। কেননা, হকারমুক্ত করণ কর্মসূচি স্থানীয় সরকারের একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের বিরোধীতা করা সংসদ সদস্যের মানায় না।
পরিচিতি : সিনিয়র সাংবাদিক
মতামত গ্রহণ : লিয়ন মীর
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়