ওয়ালি উল্লাহ সিরাজ: ঢাকা উত্তর সিটির উপনির্বাচনের বিষয়ে এই অনুষ্ঠানেও আমরা অনেক বার শঙ্কা প্রকাশ করেছি। এই সিটি নির্বাচন আসলে হবে কি হবে না। আসলে এই শঙ্কার পিছনে যে কারণ সেটা হচ্ছে, এই উত্তর সিটিতে বেশ কয়েকটি নতুন ওয়ার্ড যুক্ত হয়েছে। শেষ পর্যন্ত এসে আমাদের এই শঙ্কাটা সত্য হলো।
বুধবার দিবগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মোতোর্জা।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন কিন্তু এই বিষয়ে মিনমিন করে কথা বলছে। তারা যদি না বুঝে থাকে যে আইনগত কোন জটিলতা হতে পারে কিংবা তারা যদি না জেনে তফশিল ঘোষণা করে। তাহলে বুঝতে হবে এই নির্বাচন কমিশন আইনগত বিষয় থেকে শুরু করে সামর্থগত বিষয়েও অযোগ্য ও অদক্ষ। তারা আসলে বুঝতেই পারেনি যে, আইনগত এমন একটি সমস্যা হতে পারে।
গোলাম মোর্তোজা আরো বলেন, আর তারা যদি বুঝে শুনে এমন করে তাহলে প্রশ্ন উঠবে তারা কাদের কথা মত এমন করলো?