পরাগ মাঝি : আসন্ন শীতকালীন অলিম্পিকের উদ্বোধনীতে একসঙ্গেই মার্চ করবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার ক্রিড়াবিদরা। শুধু তাই নয়, দুই কোরিয়ার সম্মিলিত একটি পতাকা বহন করবে তারা। বুধবার দক্ষিণ কোরিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন।
সাম্প্রতিক উত্তেজনার পর শীতকালীন অলিম্পিককে কেন্দ্র করে দুই কোরিয়ার মধ্যে যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানেই অলিম্পিকে দুই কোরিয়ার একাত্ম হওয়ার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
এছাড়া দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যানে আগামী মাসে অনুষ্ঠিতব্য অলিম্পিকে দক্ষিণ ও উত্তর কোরিয়ার নারী হকিদল একীভূত হয়ে যাবে। সিএনএন