সাইদুর রহমান: জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর প্রতিশ্রুতি অনুযায়ী চলতি বছরেই তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বর্তমানে ভারত সফররত নেতানিয়াহু সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, দূতাবাস স্থানান্তর প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের রাজনীতির ঐতিহাসিক অংশ।
নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। প্রথমটি হলো চলতি বছরের জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর, দ্বিতীয়টি হলো, ইরানের বিষয়ে আমেরিকার নীতির বড় পরিবর্তন, তৃতীয় হলো জাতিসংঘের ত্রাণ সংস্থা নিয়ে নতুন নীতি এবং ফিলিস্তিনি শরনার্থী ফান্ড চালু করা। সূত্র : আনাদোলু এজেন্সি