আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় নয়া গেরিলা বাহিনী গঠনের মার্কিন পরিকল্পনার নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (মঙ্গলবার) বলেছেন, আমেরিকা এ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করছে। মধ্যপ্রাচ্য ইস্যুতে ধ্বংসাত্মক নীতি পরিহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান তিনি।
বাহরাম কাসেমি বলেন, মার্কিন পরিকল্পনা সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপের স্পষ্ট উদাহরণ। এর ফলে সংকট আরও জটিল হবে। সংঘাত ও অস্থিতিশীলতা বাড়বে। আমেরিকা সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলাদের নিয়ে এক নয়া বাহিনী গঠন করবে বলে খবর প্রকাশিত হওয়ার পর ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।
বাহরাম কাসেমি এ প্রসঙ্গে আরও বলেছেন, সিরিয়ার সেনাবাহিনী ও তার মিত্ররা দায়েশ ও আন নুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যাপক বিজয় অর্জন করার পর আমেরিকা নয়া বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে। তিনি বলেন, ইসলামি ইরান, রাশিয়া ও তুরস্ক আস্তানা শান্তি আলোচনা ও বিশেষ জোন গঠনের মাধ্যমে সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে এবং তিন দেশ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যের বিষয়ে আমেরিকার হস্তক্ষেপমূলক ও ধ্বংসাত্মক নীতি পরিবর্তন এবং সিরিয়া থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহারের সময় এসেছে। আমেরিকার উচিত সিরিয়ার জনগণকে নিজেদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেয়া। সিরিয়ায় মার্কিন মদদে নয়া বাহিনী গঠনের পরিকল্পনার বিরোধিতা করে এরইমধ্যে বক্তব্য দিয়েছে সিরিয়া, তুরস্ক ও রাশিয়া। সিরিয়ার সরকার বলেছে, এ ধরনের কোনো বাহিনী গঠন করা হলে তা হবে সেদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। -পার্সটুডে।