শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৩:০৩ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় মার্কিন গেরিলা বাহিনী গঠনের পরিণতির বিষয়ে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় নয়া গেরিলা বাহিনী গঠনের মার্কিন পরিকল্পনার নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (মঙ্গলবার) বলেছেন, আমেরিকা এ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করছে। মধ্যপ্রাচ্য ইস্যুতে ধ্বংসাত্মক নীতি পরিহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান তিনি।

বাহরাম কাসেমি বলেন, মার্কিন পরিকল্পনা সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপের স্পষ্ট উদাহরণ। এর ফলে সংকট আরও জটিল হবে। সংঘাত ও অস্থিতিশীলতা বাড়বে। আমেরিকা সিরিয়ায় তৎপর কুর্দি গেরিলাদের নিয়ে এক নয়া বাহিনী গঠন করবে বলে খবর প্রকাশিত হওয়ার পর ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।

বাহরাম কাসেমি এ প্রসঙ্গে আরও বলেছেন, সিরিয়ার সেনাবাহিনী ও তার মিত্ররা দায়েশ ও আন নুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যাপক বিজয় অর্জন করার পর আমেরিকা নয়া বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে। তিনি বলেন, ইসলামি ইরান, রাশিয়া ও তুরস্ক আস্তানা শান্তি আলোচনা ও বিশেষ জোন গঠনের মাধ্যমে সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে এবং তিন দেশ এ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যের বিষয়ে আমেরিকার হস্তক্ষেপমূলক ও ধ্বংসাত্মক নীতি পরিবর্তন এবং সিরিয়া থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহারের সময় এসেছে। আমেরিকার উচিত সিরিয়ার জনগণকে নিজেদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেয়া। সিরিয়ায় মার্কিন মদদে নয়া বাহিনী গঠনের পরিকল্পনার বিরোধিতা করে এরইমধ্যে বক্তব্য দিয়েছে সিরিয়া, তুরস্ক ও রাশিয়া। সিরিয়ার সরকার বলেছে, এ ধরনের কোনো বাহিনী গঠন করা হলে তা হবে সেদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। -পার্সটুডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়