শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০২:৫৪ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল-আকসা মসজিদের সংস্কার কাজে ইসরায়েলের নিষেধাজ্ঞা

মাহাদী আহমেদ : পবিত্র শহর জেরুসালেমে অবস্থিত বিখ্যাত মসজিদ ‘আল-আকসা’র সংস্কার কাজে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল।

ইসরায়েলী প্রশাসন মঙ্গলবার আল-আকসা মসজিদ কর্তৃপক্ষকে মসজিদের অভ্যন্তরে এবং প্রাঙ্গনে যেকোনও ধরনের সংস্কারমূলক কাজ পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করে বলে ফিলিস্তিনি প্রশাসন জানিয়েছে।

তারা জানায়, ইসরায়েলী পুলিশ সম্প্রতি আল-আকসা মসজিদের ভেতর জোরপূর্বকভাবে প্রবেশ করে মসজিদ কর্তৃপক্ষ ও প্রকৌওশলীদের যে কোনও ধরনের সংস্কারমূলক কাজ না করতে সতর্ক করে দিয়ে যায়।

এছাড়াও, তারা আল-আকসা মসজিদের প্রাঙ্গনেই অবস্থিত আল-কিবলী ও মারওয়ানী নামক দু’টি মসজিদের সংস্কার কাজেও নিষেধাজ্ঞা প্রদান করে।

অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই আল-আকসা মসজিদের সঠিক রক্ষণাবেক্ষনের জন্য মসজিদ কর্তৃপক্ষ এর মেঝেতে মোজাইক পাথর বসানোর এবং এর ছাদ ও গম্বুজ সমূহ্ েসংস্কার কাজ পরিচালনা করতে চেয়েছিলো।
তবে ইসরায়েলী পুলিশ তাদের যেকোনও ধরনের সংস্কার কাজ থেকে বিরত থাকতে এবং যদি নিষেধাজ্ঞা অমান্য করে কোনও ধরনের কাজ করা হয়, তবে এর সাথে সংশ্লীষ্টদের গ্রেপ্তার করার হূমকি প্রদান করেছে।

আল-আকসা মসজিদ মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহূদী ধর্মাবলম্বীদের কাছে এটি ‘মাউন্ট টেম্পল’ হিসেবে পরিচিত। ইহূদী ধর্মাবলম্বীরা দাবী করে থাকে যে, অতি প্রাচীনকালে এই স্থানে তাদের অতি পবিত্র দু’টি মন্দির অবস্থিত ছিলো।

পবিত্র এই আল-আকসা মসজিদটি ঐতিহাসিক জেরুসালেম শহরে অবস্থিত। ইসরায়েল এবং মধ্য প্রাচ্যের দেশগুলোর মধ্যে চলমান শঙ্কটের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই জেরুসালেম শহরটি।

বর্তমানে ইসরায়েলের অধিগ্রহনকৃত এ শহরটিকে নিয়ে ফিলিস্তিনের আশা রয়েছে তারা একদিন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করলে পূর্ব জেরুসালেম’কে এর রাজধানী বানাবে। আনাদলু এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়