শিরোনাম
◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ◈ ইন্ডিগোর কর্মী সংকটে তিন দিনে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী ◈ প্রতিযোগীদের আগ্রাসী বাজার দখল, বাংলাদেশের রফতানিতে চাপ বাড়ছে ◈ সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির সাফ বার্তা: সময়মতো নির্বাচন চাই ◈ ভোক্তা অধিদপ্তরে কী কী ক্ষেত্রে অভিযোগ করতে পারবেন, কীভাবে করবেন ◈ বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস ◈ হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি: রাজস্ব কর্মকর্তার ভাষ্য ◈ ডিএমপি’র ৫০ থানার ওসি পদে রদবদল

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৬:১১ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আচরনে মনোযোগ দিতে ট্রাম্পকে ওবামার আহ্বান

মাহাদী আহমেদ : বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প’কে তার আচরনের দিকে মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এ প্রসঙ্গে ট্রাম্পের উদ্দেশ্যে ওবামা বলেন, আপনাকে আপনার আচরনের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। কারন, আপনার আচরন দেশের সংস্কৃতি ও মূল্যবোধের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

শুক্রবার অনলাইন ভিত্তিক বিনোদন মাধ্যম ‘নেটফ্লিক্স’ এ প্রচার হওয়া একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবামা আরও বলেন, আমার অনুধাবনেরও আগে মিশেলে’র অনুধাবনকৃত ব্যাপারগুলোর একটি হলো এটি। সেটা হচ্ছে, দেশকে নেতৃত্য দিতে হলে আপনাকে সব সময়েই আইনের নিয়ম-কানুনের ভেতর বা সব সময়েই খুব সুশৃঙ্খলা মেনে চলা লাগবে না। আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনার আচরনকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। আপনার মধ্যে সংস্কৃতিবোধ, মূল্যবোধ ও সচেতনতাকে আরও বৃদ্ধি করতে হবে।

এ মন্তব্য সমূহ্ করার সময় ওবামা কখনই ট্রাম্পে’র নাম সরাসরি ভাবে উল্লেখ্য করেননি। তিনি তার কথায় বার বার অন্যদের প্রতি সম্মান দেখানোর প্রয়োজনীয়তার ব্যাপারটিও উল্লেখ্য করেন।

বৃহস্পতিবার আইনপ্রনেতাদের সাথে অভিবাসী সংক্রান্ত একটি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফ্রিকার দরিদ্র দেশ সমূহকে বেশ কটাক্ষ করে বলেন, তিনি চান না আফ্রিকার দরিদ্র দেশ সমূহ থেকে যুক্তরাষ্ট্রে লোক আসুক।

তার এ মন্তব্যের পর বিশ্বে এটি নিয়ে সমালোচনার ঝড় শুরু হয় এবং তার এ মন্তব্যকে বর্ণবাদী বলে আখ্যা দেওয়া হয়। নিউজ উইক

  • সর্বশেষ
  • জনপ্রিয়