শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৬:১১ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আচরনে মনোযোগ দিতে ট্রাম্পকে ওবামার আহ্বান

মাহাদী আহমেদ : বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প’কে তার আচরনের দিকে মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এ প্রসঙ্গে ট্রাম্পের উদ্দেশ্যে ওবামা বলেন, আপনাকে আপনার আচরনের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। কারন, আপনার আচরন দেশের সংস্কৃতি ও মূল্যবোধের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

শুক্রবার অনলাইন ভিত্তিক বিনোদন মাধ্যম ‘নেটফ্লিক্স’ এ প্রচার হওয়া একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবামা আরও বলেন, আমার অনুধাবনেরও আগে মিশেলে’র অনুধাবনকৃত ব্যাপারগুলোর একটি হলো এটি। সেটা হচ্ছে, দেশকে নেতৃত্য দিতে হলে আপনাকে সব সময়েই আইনের নিয়ম-কানুনের ভেতর বা সব সময়েই খুব সুশৃঙ্খলা মেনে চলা লাগবে না। আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনার আচরনকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। আপনার মধ্যে সংস্কৃতিবোধ, মূল্যবোধ ও সচেতনতাকে আরও বৃদ্ধি করতে হবে।

এ মন্তব্য সমূহ্ করার সময় ওবামা কখনই ট্রাম্পে’র নাম সরাসরি ভাবে উল্লেখ্য করেননি। তিনি তার কথায় বার বার অন্যদের প্রতি সম্মান দেখানোর প্রয়োজনীয়তার ব্যাপারটিও উল্লেখ্য করেন।

বৃহস্পতিবার আইনপ্রনেতাদের সাথে অভিবাসী সংক্রান্ত একটি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফ্রিকার দরিদ্র দেশ সমূহকে বেশ কটাক্ষ করে বলেন, তিনি চান না আফ্রিকার দরিদ্র দেশ সমূহ থেকে যুক্তরাষ্ট্রে লোক আসুক।

তার এ মন্তব্যের পর বিশ্বে এটি নিয়ে সমালোচনার ঝড় শুরু হয় এবং তার এ মন্তব্যকে বর্ণবাদী বলে আখ্যা দেওয়া হয়। নিউজ উইক

  • সর্বশেষ
  • জনপ্রিয়