শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ১২:৪৩ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুরআন শরীফ অবমাননাকারী হাসান গ্রেফতার

জুয়াইরিয়া ফৌজিয়া : বাংলাদেশের নারায়ণগঞ্জের ফতুল্লায় মুসল্লিদের আল্টিমেটামের মুখে পড়ে কুরআন শরীফ অবমাননাকারী হাসান-উল ইসলামকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার মেঘনাঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাসান-উল ইসলাম ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন (পিপিএম) বলেন, মেঘনাঘাট এলাকা থেকে হাসান-উল ইসলামকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
সম্প্রতি হাসান-উল ইসলাম তার নামে ফেসবুক পেইজে কুরআন শরীফ অবমাননা করে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিটি ভাইরাল হয়ে গেলে তাকে গ্রেফতারের দাবিতে ফতুল্লার পূর্ব দেলপাড়ায় বিক্ষোভ সমাবেশ করেন কয়েক হাজার মানুষ।

শুক্রবার জুমা নামাযের পর কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি বিক্ষোভ মিছিল নিয়ে হাসানের বাড়ির সামনে অবস্থান করে। এ সময় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ও চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু অভিযুক্ত হাসানুলকে গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ জনতা সেখান থেকে চলে আসেন। তবে তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে কুরআন অবমাননাকারীকে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এর পর হাসান-উল ইসলামের বড় ভাই হেদায়েত-উল ইসলামকে আটক করে পুলিশ।

সূত্র : পারর্স টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়