জান্নাতুল ফেরদৌসী: বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ২টি ওয়েবসাইট (www.ec.gov.bd এবং www.ecs.gov.bd) হ্যাক হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে জর্ডানের একটি হ্যাকিং গ্রুপ ওয়েবসাইট ২টি আয়ত্তে নিয়েছে। এতে প্রবেশ করা যাচ্ছে না নির্বাচন কমিশনের ওয়েবসাইট ২টিতে। সূত্র: সময় টিভি
ওয়েবসাইট ২টি আয়ত্তে নিয়ে নিজেদেরকে 'ডার্ক টেরোরিস্ট' হিসেবে পরিচয় দিয়েছে হ্যাকার গ্রুপ। ইসির ওয়েবসাইট দুটির ঠিকানায় গিয়ে দেখা যায়, হোমপেজে 'ডোন্ট প্লে উইথ মি' লিখে রেখেছেন হ্যাকাররা।
একই সঙ্গে হ্যাকাররা লিখেন, হ্যাকিং কোনো অপরাধ নয়, এটি শিল্প। তবে ওয়েবসাইট হ্যাক করলেও নির্বাচন কমিশনের কাছে কোনো দাবি কিংবা কোনো বিষয়ে প্রতিবাদ জানায়নি হ্যাকাররা।
এদিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাক হলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার এবং ওয়েবসাইটটি এখনো সুরক্ষিত রয়েছে।
বাংলাদেশের ইথিক্যাল হ্যাকিং গ্রুপের এক সদস্য বলেন, আমাদের (বাংলাদেশ) এনআইডির ডাটাবেইজের সাইটটি নিরাপদ রয়েছে। হ্যাকাররা হয়তো নিজেদের শক্তি জানান দিতে অথবা কৌতুহলের ছলে এটা করেছে।
এর আগে গত ২৯ ডিসেম্বরেও হ্যাকিংয়ের কবলে পড়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইট।