স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজ খেলতে এরই মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে জিম্বাবুয়ের ক্রিকেট দল। বাংলাদেশে নিজেদের রেকর্ড খুব একটা ভালো না হলেও ত্রিদেশীয় সিরিজ নিয়ে আশাবাদী তারা। বাংলাদেশে নিজের অতীত রেকর্ড নিয়ে খুব একটা চিন্তিত নয় তারা। সেই সুর শোনা গেল জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমারের কণ্ঠে। ক্রেমার জানিয়েছেন, ‘ত্রিদেশীয় সিরিজ জেতার আত্মবিশ্বাস আমাদের আছে।’
শুক্রবার বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়া আগে ক্রেমার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকা থেকে একটি বাজে সফর শেষে করে আসছি। কিন্তু সেটা ছিল টেস্ট ম্যাচ। আসন্ন সিরিজে ভালো করবো। আমরা শক্তিশালী ওয়ানডে দল। এই ফরম্যাটে আমরা খুব আত্মবিশ্বাসী। এটা এমন একটা সিরিজ, যেটা জয়ের আত্মবিশ্বাস আমাদের আছে।’
বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে জানিয়ে ৩১ বছর বয়সী এ লেগ স্পিনার বলেছেন, ‘আমরা আগেও বাংলাদেশে ভালো করেছি। বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে ভালোভাবে জানি। আমাদের সে অভিজ্ঞতা আছে। আমরা এখানে অনেকবার খেলেছি। আমরা জানি আমরা কী চাই। বাংলাদেশ নিজেদের মাঠে খুবই ভালো ব্যাটিং করে। তারা তাদের কন্ডিশনের সুযোগ নিতে জানে। কিন্তু আমাদের স্থির বিশ্বাস, আমরাই সিরিজটা জিততে যাচ্ছি। আমরা প্রতিপক্ষের চেয়ে নিজেদের খেলার ওপরই বেশি জোর দেব।’ পরিবর্তন