শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৭ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিদেশীয় সিরিজ জিততেই বাংলাদেশে এসেছি: ক্রেমার

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজ খেলতে এরই মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে জিম্বাবুয়ের ক্রিকেট দল। বাংলাদেশে নিজেদের রেকর্ড খুব একটা ভালো না হলেও ত্রিদেশীয় সিরিজ নিয়ে আশাবাদী তারা। বাংলাদেশে নিজের অতীত রেকর্ড নিয়ে খুব একটা চিন্তিত নয় তারা। সেই সুর শোনা গেল জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমারের কণ্ঠে। ক্রেমার জানিয়েছেন, ‘ত্রিদেশীয় সিরিজ জেতার আত্মবিশ্বাস আমাদের আছে।’

শুক্রবার বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়া আগে ক্রেমার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকা থেকে একটি বাজে সফর শেষে করে আসছি। কিন্তু সেটা ছিল টেস্ট ম্যাচ। আসন্ন সিরিজে ভালো করবো। আমরা শক্তিশালী ওয়ানডে দল। এই ফরম্যাটে আমরা খুব আত্মবিশ্বাসী। এটা এমন একটা সিরিজ, যেটা জয়ের আত্মবিশ্বাস আমাদের আছে।’

বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে জানিয়ে ৩১ বছর বয়সী এ লেগ স্পিনার বলেছেন, ‘আমরা আগেও বাংলাদেশে ভালো করেছি। বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে ভালোভাবে জানি। আমাদের সে অভিজ্ঞতা আছে। আমরা এখানে অনেকবার খেলেছি। আমরা জানি আমরা কী চাই। বাংলাদেশ নিজেদের মাঠে খুবই ভালো ব্যাটিং করে। তারা তাদের কন্ডিশনের সুযোগ নিতে জানে। কিন্তু আমাদের স্থির বিশ্বাস, আমরাই সিরিজটা জিততে যাচ্ছি। আমরা প্রতিপক্ষের চেয়ে নিজেদের খেলার ওপরই বেশি জোর দেব।’ পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়