শিরোনাম
◈ নির্বাচ‌নে অংশ নি‌চ্ছে ৫১টি রাজনৈতিক দল, আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?  ◈ চার প্রতিষ্ঠানের নির্বাচনি জরিপে যা জানা গেল ◈ ‌সে‌প্টেম্ব‌রে এশিয়ান গেমসে দেখা যাবে ভারত–পাকিস্তান লড়াই?‌ ◈ যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করল ইরান ◈ ইএফএল কাপে চেল‌সি‌কে হা‌রি‌য়ে ফাইনালের পথে আর্সেনাল ◈ আজও ঢাকার তিন গুরুত্বপূর্ণ স্থানে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি ◈ হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ পরিশোধ করেছেন, মামলা নিষ্পত্তির নির্দেশ ◈ ১০ বছর ধরে একাধিক পরকীয়ায় যুক্ত ব‌ক্সিং‌য়ে ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম, বিবাহবিচ্ছিন্ন স্বামীর ◈ ধুন্ধুমার ক্রিকেট যুদ্ধে শচীন ও অমিতাভ বচ্চন! ব‌লিউড শাহেনশার জয় ◈ ৬ হাজার ৭৫৫ কোটি টাকা ব্যয়ের পর অসমাপ্ত অবস্থায় বাতিল ২৯ প্রকল্প

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৪ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ কিশোরী পালানোর প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

জুয়াইরিয়া ফৌজিয়া: নিরাপত্তকর্মীদের গাফিলতির কারণে চট্টগ্রামের হাটহাজারী সেফ হোম থেকে ৭ জন কিশোরী পালিয়েছে। আর এর প্রমাণও পেয়েছে তদন্ত কমিটি। পাশাপাশি তারা দায়ী করেছে উপ-তত্ত্বাবধায়ককেও।

সেফ হোম থেকে ৭ জন কিশোরী পালানোর ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় যুথী ও অনিমা নামে দুই আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকলেও অনিমা ছিলেন অনুপস্থিত। যুথীও নির্ধারিত স্থানে দায়িত্ব পালন না করে ঘুমাচ্ছিল্লেন হেফাজতিদের সঙ্গে। একই সময় আয়া ও রান্নার দায়িত্বে থাকা নুর নাহার ও কোহিনুর নামে দুই কর্মচারীও তাদের দায়িত্ব পালন করছিলেন না।

পুরো ঘটনায় গাফেলতির জন্য উপ-তত্ত্বাবধায়ককের পাশাপাশি পুলিশ সদস্যদেরও দায়ী করা হয়েছে প্রতিবেদনে। এ ঘটনায় কর্মচারীদের সাথে সংঘবদ্ধ দালালচক্রের যোগাযোগ থাকতে পারে বলেও ধারণা তদন্ত কমিটির।

তদন্ত কমিটির প্রধান ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, এখানে যারা দায়িত্বে ছিল তারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এটা তদন্ত করে দেখছি। খুব দ্রুত এর সাথে জড়িতদের খুঁজে বের করা হবে।

কিশোরীদের মধ্যে ৬ জন মামলার ভুক্তভোগী এবং একজন হত্যা মামলায় অভিযুক্ত। তাদের ফিরিয়ে আনতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, দুইজন আনসার সদস্য এবং রোস্টার অনুযায়ী যারা দায়িত্বে ছিল তাদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে। কিন্তু আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি।

হাটহাজারী সেফ হোমটিতে মোট ৫৬ জন কিশোরীকে রাখা হয়েছে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

সূত্র : ইন্ডিপেন্ডে নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়