শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৪ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ কিশোরী পালানোর প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

জুয়াইরিয়া ফৌজিয়া: নিরাপত্তকর্মীদের গাফিলতির কারণে চট্টগ্রামের হাটহাজারী সেফ হোম থেকে ৭ জন কিশোরী পালিয়েছে। আর এর প্রমাণও পেয়েছে তদন্ত কমিটি। পাশাপাশি তারা দায়ী করেছে উপ-তত্ত্বাবধায়ককেও।

সেফ হোম থেকে ৭ জন কিশোরী পালানোর ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় যুথী ও অনিমা নামে দুই আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকলেও অনিমা ছিলেন অনুপস্থিত। যুথীও নির্ধারিত স্থানে দায়িত্ব পালন না করে ঘুমাচ্ছিল্লেন হেফাজতিদের সঙ্গে। একই সময় আয়া ও রান্নার দায়িত্বে থাকা নুর নাহার ও কোহিনুর নামে দুই কর্মচারীও তাদের দায়িত্ব পালন করছিলেন না।

পুরো ঘটনায় গাফেলতির জন্য উপ-তত্ত্বাবধায়ককের পাশাপাশি পুলিশ সদস্যদেরও দায়ী করা হয়েছে প্রতিবেদনে। এ ঘটনায় কর্মচারীদের সাথে সংঘবদ্ধ দালালচক্রের যোগাযোগ থাকতে পারে বলেও ধারণা তদন্ত কমিটির।

তদন্ত কমিটির প্রধান ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, এখানে যারা দায়িত্বে ছিল তারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এটা তদন্ত করে দেখছি। খুব দ্রুত এর সাথে জড়িতদের খুঁজে বের করা হবে।

কিশোরীদের মধ্যে ৬ জন মামলার ভুক্তভোগী এবং একজন হত্যা মামলায় অভিযুক্ত। তাদের ফিরিয়ে আনতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, দুইজন আনসার সদস্য এবং রোস্টার অনুযায়ী যারা দায়িত্বে ছিল তাদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে। কিন্তু আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি।

হাটহাজারী সেফ হোমটিতে মোট ৫৬ জন কিশোরীকে রাখা হয়েছে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

সূত্র : ইন্ডিপেন্ডে নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়