শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১১:২৪ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পুরুষ অভিভাবক ছাড়াই হজে যেতে পারবেন মুসলিম নারীরা : মোদী

জাকারিয়া হারুন : ভারতে পুরুষ অভিভাবক ছাড়াই (মাহরাম)হজেযেতে পারবেন মুসলিম নারীরা। রোববার বছরের শেষ রেডিও অনুষ্ঠান  ‘মন কি বাত’-এ এই কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী জানান, পুরুষ অভিভাবকের সঙ্গেই একমাত্র হজযাত্রায় যাওয়ার অনুমতি দেওয়ার যে নীতির প্রচলন ছিল, তা নারীদের প্রতি অবিচার। তার সরকার সেই নিষেধাজ্ঞা তুলে দিয়েছে, যোগ করেন তিনি।

এর ফলে, কয়েক’শ নারী যারা পৃথকভাবে হজযাত্রায় যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন, তাদের সামনে কোনো বাধা রইল না।

ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়ত ছোট মনে হতে পারে। কিন্তু, সামাজিক দিক দিয়ে দেশের ভাবমূর্তিতে এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তিনি জানান, যেদিন তিনি এই নিয়মের কথা প্রথম জানতে পারেন, সেদিন তিনি বিস্মিত হন। তাঁর মনে হয়েছিল, কে এমন নিয়ম তৈরি করেছে?

মোদী বলেন, কেন এই বৈষম্য? উত্তর খুঁজতে আমি এই ইস্যুর গভীরে যাই। দেখি যে, স্বাধীনতার ৭০ বছর পরও, আমরাই এ ধরনের নীতি তৈরি করেছি। বিগত কয়েক দশক ধরে মুসলিম নারীদের প্রতি অবিচার হয়ে আসছে। অথচ, কেউ এটা নিয়ে উচ্চবাচ্য করেনি।

সাধারণত, হজযাত্রার জন্য আবেদনকারীদের লটারি ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত করা হয়। মোদী জানান, তিনি কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন, একা যেতে চাওয়া নারীদের যেন এই তালিকা থেকে পৃথক করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৪৫ বছর বা তার বেশি বয়স্ক মুসলিম নারীরা ‘মাহরম’ ছাড়াই হজযাত্রায় যেতে পারবেন। তবে, তাদেরে যেতে হবে অন্তত ৪ জন নারীর গ্রুপে। সূত্র : এবিপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়