শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১১:২৪ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পুরুষ অভিভাবক ছাড়াই হজে যেতে পারবেন মুসলিম নারীরা : মোদী

জাকারিয়া হারুন : ভারতে পুরুষ অভিভাবক ছাড়াই (মাহরাম)হজেযেতে পারবেন মুসলিম নারীরা। রোববার বছরের শেষ রেডিও অনুষ্ঠান  ‘মন কি বাত’-এ এই কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী জানান, পুরুষ অভিভাবকের সঙ্গেই একমাত্র হজযাত্রায় যাওয়ার অনুমতি দেওয়ার যে নীতির প্রচলন ছিল, তা নারীদের প্রতি অবিচার। তার সরকার সেই নিষেধাজ্ঞা তুলে দিয়েছে, যোগ করেন তিনি।

এর ফলে, কয়েক’শ নারী যারা পৃথকভাবে হজযাত্রায় যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন, তাদের সামনে কোনো বাধা রইল না।

ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়ত ছোট মনে হতে পারে। কিন্তু, সামাজিক দিক দিয়ে দেশের ভাবমূর্তিতে এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তিনি জানান, যেদিন তিনি এই নিয়মের কথা প্রথম জানতে পারেন, সেদিন তিনি বিস্মিত হন। তাঁর মনে হয়েছিল, কে এমন নিয়ম তৈরি করেছে?

মোদী বলেন, কেন এই বৈষম্য? উত্তর খুঁজতে আমি এই ইস্যুর গভীরে যাই। দেখি যে, স্বাধীনতার ৭০ বছর পরও, আমরাই এ ধরনের নীতি তৈরি করেছি। বিগত কয়েক দশক ধরে মুসলিম নারীদের প্রতি অবিচার হয়ে আসছে। অথচ, কেউ এটা নিয়ে উচ্চবাচ্য করেনি।

সাধারণত, হজযাত্রার জন্য আবেদনকারীদের লটারি ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত করা হয়। মোদী জানান, তিনি কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন, একা যেতে চাওয়া নারীদের যেন এই তালিকা থেকে পৃথক করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৪৫ বছর বা তার বেশি বয়স্ক মুসলিম নারীরা ‘মাহরম’ ছাড়াই হজযাত্রায় যেতে পারবেন। তবে, তাদেরে যেতে হবে অন্তত ৪ জন নারীর গ্রুপে। সূত্র : এবিপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়