শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১১:২৪ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পুরুষ অভিভাবক ছাড়াই হজে যেতে পারবেন মুসলিম নারীরা : মোদী

জাকারিয়া হারুন : ভারতে পুরুষ অভিভাবক ছাড়াই (মাহরাম)হজেযেতে পারবেন মুসলিম নারীরা। রোববার বছরের শেষ রেডিও অনুষ্ঠান  ‘মন কি বাত’-এ এই কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী জানান, পুরুষ অভিভাবকের সঙ্গেই একমাত্র হজযাত্রায় যাওয়ার অনুমতি দেওয়ার যে নীতির প্রচলন ছিল, তা নারীদের প্রতি অবিচার। তার সরকার সেই নিষেধাজ্ঞা তুলে দিয়েছে, যোগ করেন তিনি।

এর ফলে, কয়েক’শ নারী যারা পৃথকভাবে হজযাত্রায় যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন, তাদের সামনে কোনো বাধা রইল না।

ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়ত ছোট মনে হতে পারে। কিন্তু, সামাজিক দিক দিয়ে দেশের ভাবমূর্তিতে এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তিনি জানান, যেদিন তিনি এই নিয়মের কথা প্রথম জানতে পারেন, সেদিন তিনি বিস্মিত হন। তাঁর মনে হয়েছিল, কে এমন নিয়ম তৈরি করেছে?

মোদী বলেন, কেন এই বৈষম্য? উত্তর খুঁজতে আমি এই ইস্যুর গভীরে যাই। দেখি যে, স্বাধীনতার ৭০ বছর পরও, আমরাই এ ধরনের নীতি তৈরি করেছি। বিগত কয়েক দশক ধরে মুসলিম নারীদের প্রতি অবিচার হয়ে আসছে। অথচ, কেউ এটা নিয়ে উচ্চবাচ্য করেনি।

সাধারণত, হজযাত্রার জন্য আবেদনকারীদের লটারি ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত করা হয়। মোদী জানান, তিনি কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন, একা যেতে চাওয়া নারীদের যেন এই তালিকা থেকে পৃথক করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৪৫ বছর বা তার বেশি বয়স্ক মুসলিম নারীরা ‘মাহরম’ ছাড়াই হজযাত্রায় যেতে পারবেন। তবে, তাদেরে যেতে হবে অন্তত ৪ জন নারীর গ্রুপে। সূত্র : এবিপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়