শিরোনাম
◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস ◈ মনোমালিন্যের জেরে চট্টগ্রামে প্রেমিককে কুপিয়ে টুকরো টুকরো করল প্রেমিকা ◈ তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের ◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১১:২৪ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পুরুষ অভিভাবক ছাড়াই হজে যেতে পারবেন মুসলিম নারীরা : মোদী

জাকারিয়া হারুন : ভারতে পুরুষ অভিভাবক ছাড়াই (মাহরাম)হজেযেতে পারবেন মুসলিম নারীরা। রোববার বছরের শেষ রেডিও অনুষ্ঠান  ‘মন কি বাত’-এ এই কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী জানান, পুরুষ অভিভাবকের সঙ্গেই একমাত্র হজযাত্রায় যাওয়ার অনুমতি দেওয়ার যে নীতির প্রচলন ছিল, তা নারীদের প্রতি অবিচার। তার সরকার সেই নিষেধাজ্ঞা তুলে দিয়েছে, যোগ করেন তিনি।

এর ফলে, কয়েক’শ নারী যারা পৃথকভাবে হজযাত্রায় যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন, তাদের সামনে কোনো বাধা রইল না।

ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়ত ছোট মনে হতে পারে। কিন্তু, সামাজিক দিক দিয়ে দেশের ভাবমূর্তিতে এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তিনি জানান, যেদিন তিনি এই নিয়মের কথা প্রথম জানতে পারেন, সেদিন তিনি বিস্মিত হন। তাঁর মনে হয়েছিল, কে এমন নিয়ম তৈরি করেছে?

মোদী বলেন, কেন এই বৈষম্য? উত্তর খুঁজতে আমি এই ইস্যুর গভীরে যাই। দেখি যে, স্বাধীনতার ৭০ বছর পরও, আমরাই এ ধরনের নীতি তৈরি করেছি। বিগত কয়েক দশক ধরে মুসলিম নারীদের প্রতি অবিচার হয়ে আসছে। অথচ, কেউ এটা নিয়ে উচ্চবাচ্য করেনি।

সাধারণত, হজযাত্রার জন্য আবেদনকারীদের লটারি ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত করা হয়। মোদী জানান, তিনি কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন, একা যেতে চাওয়া নারীদের যেন এই তালিকা থেকে পৃথক করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৪৫ বছর বা তার বেশি বয়স্ক মুসলিম নারীরা ‘মাহরম’ ছাড়াই হজযাত্রায় যেতে পারবেন। তবে, তাদেরে যেতে হবে অন্তত ৪ জন নারীর গ্রুপে। সূত্র : এবিপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়