শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩৭ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের জেরুজালেম ঘোষণায় যুদ্ধ শুরু হতে পারে : ইরান

জাকারিয়া হারুন : ইরানের পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি বলেছেন, জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ঘোষণ যুদ্ধের কারণ হতে পারে। তিনি বলেছেন, ট্রাম্পের ঘোষণার কারণে ইসরায়েলি আগ্রাসন আরো বাড়তে পারে।

রোববার দেশটির পার্লামেন্টে স্পিকার আলী লারিজানি বলেন, জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী ঘোষণায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত আগ্রাসনকে উসকানি ও ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের সূত্রপাত করতে পারে।

ট্রাম্পের ঘোষণাকে জুয়া হিসেবে উল্লেখ করে আলী লারিজানি বলেন, এটা এক ধরনের জুয়া। সেখানে যা ঘটছে তা উপলব্ধি করতে ট্রাম্পের জন্য এটাই সর্বোত্তম সময়।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ারও ঘোষণা দেন তিনি। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির নাটকীয় পরিবর্তনের জেরে ব্যাপক প্রতিবাদ শুরু হয় বিশ্বজুড়ে।

ট্রাম্পের এই ঘোষণার প্রতিবাদে ১২ ডিসেম্বর তুরস্কের ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা পরিষদের (ওআইসি) জরুরি এক সম্মেলনে জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান  জানানো হয়।

সূত্র : স্পুটনিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়