শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩৭ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের জেরুজালেম ঘোষণায় যুদ্ধ শুরু হতে পারে : ইরান

জাকারিয়া হারুন : ইরানের পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি বলেছেন, জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ঘোষণ যুদ্ধের কারণ হতে পারে। তিনি বলেছেন, ট্রাম্পের ঘোষণার কারণে ইসরায়েলি আগ্রাসন আরো বাড়তে পারে।

রোববার দেশটির পার্লামেন্টে স্পিকার আলী লারিজানি বলেন, জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী ঘোষণায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত আগ্রাসনকে উসকানি ও ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের সূত্রপাত করতে পারে।

ট্রাম্পের ঘোষণাকে জুয়া হিসেবে উল্লেখ করে আলী লারিজানি বলেন, এটা এক ধরনের জুয়া। সেখানে যা ঘটছে তা উপলব্ধি করতে ট্রাম্পের জন্য এটাই সর্বোত্তম সময়।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ারও ঘোষণা দেন তিনি। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির নাটকীয় পরিবর্তনের জেরে ব্যাপক প্রতিবাদ শুরু হয় বিশ্বজুড়ে।

ট্রাম্পের এই ঘোষণার প্রতিবাদে ১২ ডিসেম্বর তুরস্কের ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা পরিষদের (ওআইসি) জরুরি এক সম্মেলনে জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান  জানানো হয়।

সূত্র : স্পুটনিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়