শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০২:০৬ রাত
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৭, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপ্লবী লাল মোহন সেনকে ‘মরণোত্তর সম্মাননা’ প্রদান করলো চিটাগাং মিডিয়া ক্লাব

জাহাঙ্গীর বিপ্লব, অনুষ্ঠান থেকে ফিরে : ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লব বিপ্লবী লাল মোহন সেনকে ‘মরণোত্তর সম্মাননা’ প্রদান করলো চিটাগাং মিডিয়া ক্লাব। গত ২২ ডিসেম্বর চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হলো চিটাগাং মিডিয়া ক্লাব এন্টারটেইনার অ্যাওয়ার্ড ২০১৭। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া (পিএইচডি), বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফোরাম (চট্টগ্রামের) সভাপতি খালেদ হেলাল ও সাধারণ সম্পাদক শাহ আলম।

‘আমাদের গবর্, আমাদের অহংকার, আমাদের চট্টগ্রাম'- এই স্লোগান নিয়ে চিটাগাং মিডিয়া ক্লাব গত কয়েকবছর ধরে প্রদান করছে চিটাগাং এন্টারটেইনার অ্যাওয়ার্ড। তারই ধারাবাহিকতায় পেজুডিস ক্রিয়েশন এন্ড কমিউনিকেশনের তত্ত্বাবধানে জালাল ভূঁইয়া ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো চিটাগাং এন্টারটেইনার অ্যাওয়ার্ড- ২০১৭।

অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত খ্যাতিমান লেখক রাশেদ রউফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলা একাডেমির পুরষ্কারপ্রাপ্ত লেখক ও স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক পত্রিকা দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রবিউল আলম।
বিপ্লবী লাল মোহন সেন ছাড়াও এবার বিশেষ সম্মাননা পেয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতষ্ঠাতা আবুল কাশেম সন্দ্বীপ এবং মঞ্চ ও নাট্য পরিচালনায় শোভনময় ভট্টাচার্য, বিনোদন সাংবাদিক জাহাঙ্গীর বিপ্লব (আমাদের অর্থনীতি), মঞ্চনির্দেশক অধ্যাপক ম সাইফুল আলম চৌধুরী, নৃত্যশিল্পী মানষী দাশ তালুকদার, লেখক এমরান চৌধুরী, চলচ্চিত্র পরিচালনায় রিয়াজুল রিজু, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, প্রফেসর ডাঃ কাজী রফিকুল হক, সুরকার আবু তাহের চিশতি, চলচিত্র পরিচালক ফখরুল আরেফিন খান।

অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল, অভিনেত্রী মডেল ও শান্তা রহমান এবং সভাপতিত্ব করেন চট্টগ্রাম মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা এবং সভাপতি শামসুজ্জামান ভূঁইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৃত্য শিল্প সংস্থার সভাপতি শারমিন হোসাইন, সাধারণ সম্পাদক সঞ্চিতা, চট্টগ্রাম প্রকাশক সমিতির সভাপতি শাহ আলম নিপু ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, বাংলাদেশ চলচিত্র সাংবাদিক সমিতির সহ-সাধারণ সম্পাদক হামিদ মোঃ জসিম ও সাবেক সিনিয়র সহ-সভাপতি লিটন এরশাদ, চট্টগ্রাম বিনোদন সাংবাদিক সংস্থার সহ-সভাপতি আরিফ চৌধুরী, প্রাবন্ধিক নেছাার আহম্মদ, শিশু সাহিত্যিক সুপ্রতিম বড়ুয়া, দিপক বড়ুয়া, রমজান আলী, এস এম আব্দুল আজিজ, আলি আসকর, গবেষক নুরুল আবসার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসাইন, পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক আয়ান শর্মা, জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা নুরুল হোসাইন , এপেক্স ক্লাবের (সন্দীপ) সভাপতি শাহাদাত হোসেন, দেশবিদেশ টোয়েন্টিফোরের সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেলসহ অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়