জুয়াইরিয়া ফৌজিয়া: বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনি ৬ মাস হাসপাতালে থাকার পর ১ মাসের জন্য বাড়ি যাচ্ছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকলে থেকে বাড়িতে যাচ্ছেন তিনি। চিকিৎসার পাশাপাশি শুরু হয়েছে ফিজিওথেরাপিও।
বিরল রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের ১১ই জুলাই ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি হয় মুক্তামনি। এরপর বড় চারটি সফল অস্ত্রপচারের পর তার ডান হাত অনেকটা স্বাভাবিক আকারে এসেছে।
নিজের ভবিষ্যত কেমন হবে তা নিয়ে ভাবনার চেয়ে বাড়িতে যাওয়ার খুশিই বেশি ছুঁয়ে গেছে শিশু মুক্তামনির মন।
সবশেষ ৬ই নভেম্বরেও অস্ত্রপচার হয়েছে তার। বাড়িতে যাওয়ার আগে মুক্তামনির বাবা-মাকে বেশ কিছু নিয়মাবলি শিখিয়ে দিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসক ডা. রোমানা পারভিন বলেন, নিয়মিত চিকিৎসার পাশাপাশি এখন থেকে ফিজিওথেরাপিও শুরু হবে মুক্তামনির।
এ রোগ থেকে সেরে উঠতে আরও লম্বা সময় অপেক্ষা করতে হবে তাকে। সবার প্রত্যাশা পুরোপুরি সুস্থ হয়েই উঠুক মুক্তামনি।
সূত্র: ডিবিসি নিউজ