শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ১০:৩২ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খাদে, আহত ৫

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মসিংহের নান্দাইল উপজেলার মধুপুর বাজারের পশ্চিমে রাস্তার উপরের বেইলি ব্রিজ ভেঙে কয়লাবোঝাই ট্রাক খাদে পড়ে গেলে ট্রাক চালকসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর থেকে বিচ্ছিন্ন রয়েছে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও ত্রিশালের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা।

মঙ্গলবার সন্ধ্যায় শাহগঞ্জ থেকে মধুপুর বাজারগামী কয়লাবোঝাই ট্রাক বেইলি ব্রিজ অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয়রা জানান, শাহগঞ্জ থেকে মধুপুর বাজারগামী কয়লাবোঝাই ট্রাক বেইলি ব্রিজের উপরে উঠলে ব্রীজ ভেঙ্গে ট্রাক খাদে পড়ে যায়। তবে ট্রাকটি খাদে পড়ায় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। এসময় চালক ও হেলপারসহ তিন পথচারিসহ ৫ জন আহত হন।

তারা আরও জানান, হঠাৎ বিকট শব্দে ব্রিজটি ভেঙে ট্রাকসহ খাদে পড়ে যায়। পরে এলাকাবাসি চালক ও সহকারী চালককে (হেলপার) উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাদের জানান, এ দূর্ঘটনার খবর পেয়ে দ্রত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার অভিযানে নেমে যায়। সেইসাথে ময়মনসিংহ থেকে ডুবুরিদল এসে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে আর কোন হতাহতের সন্ধান না পেয়ে অভিযানের সমাপ্তি ঘোষণা করে। এদিকে ব্রিজ ভেঙে পড়ায় খাদের দু’পাশে শতশত যানবাহন আটকে পড়ে যায়।

ময়মনসিংহের নান্দাইল আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদিন খান তুহিন তাৎক্ষণিক দুর্ঘটনাস্থল পরিদর্শন কালে এলাকাবাসিকে জানান, ব্রিজটি দ্রুত সংস্কারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়