শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ১০:৩২ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খাদে, আহত ৫

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মসিংহের নান্দাইল উপজেলার মধুপুর বাজারের পশ্চিমে রাস্তার উপরের বেইলি ব্রিজ ভেঙে কয়লাবোঝাই ট্রাক খাদে পড়ে গেলে ট্রাক চালকসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর থেকে বিচ্ছিন্ন রয়েছে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও ত্রিশালের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা।

মঙ্গলবার সন্ধ্যায় শাহগঞ্জ থেকে মধুপুর বাজারগামী কয়লাবোঝাই ট্রাক বেইলি ব্রিজ অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয়রা জানান, শাহগঞ্জ থেকে মধুপুর বাজারগামী কয়লাবোঝাই ট্রাক বেইলি ব্রিজের উপরে উঠলে ব্রীজ ভেঙ্গে ট্রাক খাদে পড়ে যায়। তবে ট্রাকটি খাদে পড়ায় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। এসময় চালক ও হেলপারসহ তিন পথচারিসহ ৫ জন আহত হন।

তারা আরও জানান, হঠাৎ বিকট শব্দে ব্রিজটি ভেঙে ট্রাকসহ খাদে পড়ে যায়। পরে এলাকাবাসি চালক ও সহকারী চালককে (হেলপার) উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাদের জানান, এ দূর্ঘটনার খবর পেয়ে দ্রত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার অভিযানে নেমে যায়। সেইসাথে ময়মনসিংহ থেকে ডুবুরিদল এসে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে আর কোন হতাহতের সন্ধান না পেয়ে অভিযানের সমাপ্তি ঘোষণা করে। এদিকে ব্রিজ ভেঙে পড়ায় খাদের দু’পাশে শতশত যানবাহন আটকে পড়ে যায়।

ময়মনসিংহের নান্দাইল আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদিন খান তুহিন তাৎক্ষণিক দুর্ঘটনাস্থল পরিদর্শন কালে এলাকাবাসিকে জানান, ব্রিজটি দ্রুত সংস্কারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়