শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০১:৪৫ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী নির্বাচনে সরকারের ভূমিকা জানতে চেয়েছে তুরস্কের প্রধানমন্ত্রী (ভিডিও)

কিরণ সেখ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে কোন ধরণের রাজনীতি চলছে এবং আগামী নির্বাচনের অবস্থা কি দাঁড়াবে, সেই নির্বাচনে আমাদের কি ভূমিকা থাকবে, সরকারের ভূমিকা কেমন আছে, দেশ কেমন চলছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার কি ভূমিকা পালন করছে, এসব বিষয় জানতে চেয়েছে তুরস্ক।

তিনি বলেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি তারা তাদের মতামত দিয়েছেন। বৈঠকে এসব বিষয় নিয়ে পারস্পরিক আলোচনা হয়েছে।

মঙ্গলবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন মূলত রোহিঙ্গা সমস্যা সরেজমিনে দেখার জন্য। এবং এই রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে দেশে নিরাপত্তাসহকারে ফেরত পাঠানো যায় বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে তিনি এদেশে এসেছেন। আপনারা জানেন প্রথম থেকেই তুরস্ক সরকার এবং জনগণ এ ব্যাপারে সহানুভূতিশীল ছিল। এবং রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফেরত যেতে পারে এজন্য প্রথম থেকেই কাজ করছেন। তাদের ফাস্ট লেডি প্রথমেই এখানে এসেছিলেন। তারপরই বিষয়টা গোটা বিশ্বকে নাড়া দিয়েছে।

আগামী নির্বাচন নিয়ে বিএনপির কি বক্তব্য ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমাদের বক্তব্য বলেছি। তারা মনে করেন, রোহিঙ্গাদেরকে স্বসম্মানে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। স্থায়ী সমাধান করতে হবে। পুরোপুরি স্থায়ী সমাধান প্রয়োজন। তারজন্য বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও যোগাযোগ রক্ষা করতে হবে।

জেরুজালেম ও ইসরাঈল ইস্যুতে মির্জা ফখরুল জানান, তুরস্ক ফিলিস্তিনিদের পক্ষে রয়েছে বলে জানিয়েছে তুরস্ক।

খালেদা জিয়ার সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক হয়নি জানিয়ে তিনি বলেন, তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে ৪৫ মিনিটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

খালেদা জিয়ার নেতৃত্বে বৈঠকে বিএনপি পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়