নিলোফার চৌধুরি মনি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ও ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে আগামি সংসদ নির্বাচনে ভাল ফলাফলের যে স্বপ্ন দেখছে আওয়ামী লীগ, তা একেবারেই হাস্যকর বা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। ইউনেস্কো দ্বারা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক স্বীকৃতি পাওয়া বাংলাদেশের জন্য গর্বের। এটা আমাদের ইতিহাসের অংশ। তার মানে এই নয় যে, ইতিহাস বর্তমানে এসে আওয়ামী লীগকে আগামি নির্বাচনে ভোট দিয়ে যাবে। ভোটের রাজনীতিতে তা কোনোভাবে কাজে আসার সম্ভাবনা নেই। শেখ হাসিনা আন্তর্জাতিক কূটনীতিতে ব্যর্থ হয়ে, রোহিঙ্গাদের বোঝা বাংলাদেশের কাধে চাপিয়ে দিয়ে, মাদার অফ হিউম্যানিটি খেতাব নিয়ে আতœতুষ্টিতে ভুগছেন এবং দলীয় নেতা-কর্মী দ্বারা মুখরিত হয়ে আছেন। আন্তর্জাতিক অঙ্গন থেকে সততার পুরস্কার পাচ্ছেন।
দেশের মানুষের কাছে ফলাও করে উপস্থাপন করছেন। কিন্তুমানুষ আর এখন বোকা নেই। সকল মানুষ জানে টাকা দিয়ে অনেক পুরস্কারই কিনে আনা যায়। সরকারের ব্যর্থতা ঢাকতেই নানা রকম ফন্দি-ফিকির করা হচ্ছে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। আকাশ ছোয়া চালের বাজার, সবজির বাজারে আগুন। সাধারন মানুষ হিমসিম খেয়ে যাচ্ছে। শেখ হাসিনার পুরস্কার আপামর জনগনের কি কাজে আসছে? মানুষ তার দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদা পূরণ করতে চায়। মানুষ চিকিৎসা চায়, শিক্ষা চায়, খাবার চায়, কিন্তু সরকার এগুলো দিতে ব্যর্থ হয়েছে। দেশের টাকা লুট হয়ে বিদেশে চলে যাচ্ছে। সবগুলো সরকারি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। দেশে গুম-খুনে অরাজকতা চলছে। মানুষ তার বিচার পাচ্ছে। এমন একটা পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ যদি শেখ হাসিনার পুরস্কার দিয়ে আগামি নির্বাচনে জিতে আসতে চায়, সেটা হবে অবান্তর চিন্তা।
পরিচিতি : সাবেক সংসদ সদস্য, বিএনপি
মতামত গ্রহণ : লিয়ন মীর
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ