শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০২:০৬ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ইস্যু নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যু নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করবেন। আগামী সপ্তাহে ওয়ান প্ল্যানেট শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ফ্রান্সে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন তিনি।

এ বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘ফ্রান্স প্রথম থেকেই রোহিঙ্গা ইস্যুতে তৎপর এবং জোরালো ভাষায় কথা বলছে। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ইমানুয়েল ম্যাক্রোঁ তার ভাষণে রাখাইনে গণহত্যা চলছে বলে জানিয়েছিলেন।’

নিরাপত্তা পরিষদেও ফ্রান্স রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অন্য সদস্যদের সঙ্গে জোরালো বক্তব্য রেখেছে। ফ্রান্সের পক্ষ থেকে বাণিজ্য ও জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো উত্থাপন করা হবে বলেও আশা করা হচ্ছে, জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, ‘ফ্রান্সের একটি কোম্পানি বাংলাদেশের প্রথম স্যাটেলাইট তৈরি করছে এবং শিডিউল পাওয়া সাপেক্ষে মার্চে উৎক্ষেপণ হবে বলে আমরা আশা করছি। এছাড়া, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় প্রকল্প করার জন্য ফ্রান্সের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি এবং এ বিষয়েও আলোচনা হবে।’

তিনি জানান, ইস্টার্ন রিফাইনারির প্রথম প্রকল্পটি ১৯৬৫ সালে ফ্রান্স তৈরি করেছিল।সেটি এখনও চলমান আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়