শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৯:৪৬ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৬ বছরেও শিল্প কারখানার ছোঁয়া পায়নি মেহেরপুর

হ্যাপী আক্তার: সীমান্ত জেলা মেহেরপুর ৪৬ বছরেও শিল্প কারখানার ছোঁয়া পায়নি । যোগাযোগ বন্ধ থাকার পরও জেলাটিতে ক্ষুদ্র, মাঝারি শিল্প কারখানা গড়ে তুলার সম্ভাবনা অনেক। তার পরেও কেন এই সম্ভাবনার দুয়ার খুলছে না প্রশ্ন জেলার শিক্ষিত বেকার যুবকদের। সূত্র: ডিবিসি নিউজ

ইতিহাস আর ঐতিহ্যের জেলা মেহেরপুর। স্বাধীনতা যুদ্ধের সারক ভুমি মুজিব নগর মেহেরপুর জেলায়। তার পরেও অবহেলায় পরে আছে ৪৬ বছর ধরে।

মেহেরপুর জেলায় সংরক্ষণ ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে আম, কাঁঠাল, পেয়ারা ও লিচুসহ নানা রকম সবজিও। ১৭ বছরেও মেহেরপুর জেলায় বিসিক শিল্প নগরিতে কোনো ধরনের ক্ষুদ্র শিল্প কারখানা চালু হয়নি এতো বছরেও।

মেহেরপুর, চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল বলেন, মেহেরপুর প্রত্যন্ত সীমান্ত জেলা হিসেবে যোগাযোগ ব্যবস্থা তেমনভাবে গড়ে ওঠেনি বলেন তিনি। তিনি আরো বলেন, যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে এবং রেল পথ হলে মেহেরপুরে অনেক বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

মেহেরপুর জেলায় যোগাযোগ ব্যবস্থাসহ উন্নত ব্যবস্থা পেলে ব্যবসায়ীরা শিল্প কারখানা গড়ে তুলতে আগ্রহী হবে বলে মনে করেন উদ্যোক্তার

মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, মেহেরপুরে জেলায় শিল্প কারখান গড়ে উঠেনি। তবে জেলায় শিল্প কারখান তৈরিতে উৎসাহিত করতে সরকার উদ্যোক্তাতাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে বলে জানান জেলা প্রশাসক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়