শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৭, ০৬:৪০ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৭, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে হিন্দু বাড়িতে হামলা : তদন্ত প্রতিবেদন জমার দিন পেছাল

রংপুর প্রতিনিধি : ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে আরও সাত দিন সময় চেয়েছে।

কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আবু রাফা মো. আরিফ বলেন, প্রথম সাত দিনে তদন্ত শেষ করতে না পারায় রোববার সকালে সময় বাড়ানোর আবেদন করা হলে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান তা মঞ্জুর করেন।

রংপুর সদর উপজেলার ঠাকুরপাড়া গ্রামের খগেন রায়ের ছেলে টিটু রায়ের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে গত ১০ নভেম্বর ঠাকুরপাড়া গ্রামে কয়েক হাজার মানুষের মিছিল থেকে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া হয়। সূত্র : বিডি নিউজ

আগুনে টিটু রায়ের তিনটি, সুধীর রায়ের ছয়টি, অমূল্য রায়, বিধান রায় ও কৌশল্য রায়ের দুটি করে ছয়টি, কুলীন রায়, ক্ষিরোধ রায় ও দীনেশ রায়ের একটি করে ঘর পুড়ে যায়। পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত, আরও ১০ জন আহত হন।

হামলার ঘটনায় গঙ্গাচড়া ও কোতোয়ালি থানায় দুই হাজারের বেশি লোককে আসামি করে দুটি মামলা করে পুলিশ। ওই দুই মামলায় সদরের খলেয়া ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ও শলেয়াশাহ জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম সিরাজুল ইসলামসহ ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পরদিন জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু রাফা মো. আরিফকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান ও রংপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুর রহমানকে সেখানে সদস্য হিসেবে রাখা হয়। রোববার তাদের প্রতিবেদন দেওয়ার কথা ছিল।

এ বিষয়ে জেলা প্রশাসক মো.ওয়াহিদুজ্জামান বলেন, “ঘটনাটি খুবই স্পর্শকাতর, সুষ্ঠ তদন্তে কমিটিকে আরও সাত দিনের সময় দেওয়া হয়েছে।”

এদিকে ফেইসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের এক মামলায় গত ১৪ নভেম্বর নীলফামারী থেকে টিটুকেও গ্রেপ্তার করে পুলিশ। তাকে দুই দফায় মোট আট দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়