শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি ◈ ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মুসলিম উম্মাহর একাত্মতা: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় শিডিউল বিপর্যয়, ৬ ট্রেনের যাত্রা বাতিল ◈ ভোটারবিহীন নির্বাচনে আনন্দ নেই, সৌন্দর্যও নেই: ইসি রাশেদা ◈ সরকার পতনের লক্ষ্যে বিরোধী দলগুলো একাত্ম: মঈন খান ◈ দেশে গণতন্ত্র, সুশাসনের জন্য সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে: রিজভী ◈ পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত ◈ ৭-৮ মাস ঘরেই সংরক্ষণ করা যাচ্ছে পেঁয়াজ : বিনার গবেষণায় সফলতা   ◈ মুন্সীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় একই পরিবারের নিহত ৩, আহত ২ ◈ মার্কিন নির্বাচনে ফলের স্বচ্ছতা নিয়ে ট্রাম্পের সংশয় 

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৭, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৭, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হবে বর্তমান ইসির জন্য একটি অগ্নি পরীক্ষা : এরশাদ

রফিক আহমেদ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হবে বর্তমান নির্বাচন কমিশনের জন্য একটি  অগ্নি পরীক্ষা। এই নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান করতে ব্যর্থ হলে ইসির প্রতি জনগণের আস্থা প্রশ্নবিদ্ধ হবে।

বুধবার এরশাদের বনানীস্থ কার্যালয়ে বিমানের পাইলট ক্যাপ্টেন মো. জাকারিয়া হোসেনের আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।  সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, আমরা আশা করি- নির্বাচন কমিশন সেই ঝুঁকি গ্রহণ করবেনা। সকলের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে- নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে হবে এবং সম্পূর্ণ নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। প্রথম পর্যায়ে সেই প্রমাণ নিতে হবে আসন্ন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের মাধ্যমে।

তিনি বলেন, জাতীয় পার্টি সম্মিলিত জাতীয় জোটকে (ইউএনএ) নিয়ে এককভাবে নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করবে। দেশের মানুষ এখন আমাদের দিকেই ঝুঁকে পড়েছে। তাই সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং গণ্যমান্য ব্যক্তি জাতীয় পার্টিতে যোগদান করছেন। এই ধারা অব্যাহত থাকবে। তিনি যোগদানকারী পাইলট জাকারিয়া হোসেনকে জাতীয় পার্টিতে স্বাগত জানিয়ে তাকে পার্টির জন্য নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান।

যোগদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এমপি, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, মেজর মো: খালেদ আখতার (অব.), চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, শফিকুল ইসলাম সেন্টু, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা কাজী আবুল খায়ের, আব্দুস সাত্তার, ফজলে এলাহী সোহাগ, শাহাবুদ্দিন আহমেদ বাচ্চু, জহিরুল ইসলাম মিন্টু, মাওলানা খলিলুর রহমান ও মনোয়ারা খোদা চৌধুরী মন্টি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়