শিরোনাম
◈ মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত ◈ গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৭, ০৩:১৪ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৭, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে এক পরিবারের ৫ জনের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

মনজুর আহমেদ অনিক,নারায়নগঞ্জ: ফেসবুকে আপত্তিকর ছবি পোষ্ট করার অপরাধে ইতালী প্রবাসী এক যুবকসহ একই পরিবারের ৫ জনের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন, লোকমান হোসেন, ইতালী প্রবাসী জনি ওরফে হৃদয় শেখ, রনি, জনি ও রনির দুবাই প্রবাসী রকসি ও জসি। সোমবার রাত ৭ টায় বন্দর থানায় মামলাটি করেন আরিফুজ্জামান।
মামলার বাদি আরিফুজ্জামান বলেন, তিনি বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় বসবাস করেন। তার মেয়ে আফসানা আরিফ মেঘলাকে বিয়ে করতে চেয়েছিল ইতালী প্রবাসী ভাগ্নে জনি। কিন্তু জনি লেখাপড়া না জানায় বিয়েতে আপত্তি করে মেয়ে। জনি দেশে এসে তাদের বিরুদ্ধে কুৎসা রটাতে থাকে।এ নিয়ে প্রতিবাদ করায় ৯ জুলাই জনিসহ অন্যরা তাকে ও তার স্ত্রীকে মারধর করে। এ নিয়ে স্থানীয় ভাবে বিচার শালিস করা হয়। জনি ইতালী ফিরে গিয়ে ফেসবুকে তার নিজের আইডি ও একটি ফ্যাক আইডি খুলে তার মেয়ে ও তার স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করে কুরুচিসম্পন্ন বক্তব্য পোষ্ট করে। বিষয় গুলো নিয়ে তিনি তার আত্মীয় স্বজনের দ্বারস্থ হয়েও কোন প্রতিকার পাননি। ২৫, ২৬, ২৮ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর ওইসব ফেসবুক আইডি থেকে তার মেয়ে ও স্ত্রী সর্ম্পকে জঘন্য বক্তব্য প্রকাশ করা হয় ছবি দিয়ে। তাই মামলা করেছেন।
বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, ফেসবুকে পোষ্ট করা ছবি ও বক্তব্য গুলো দেখে প্রাথমিক ভাবে এটি আইসিটি আইনের ৫৭ ধারায় অপরাধ হয়েছে বলে প্রতীয়মান হওয়ায় মামলা নেওয়া হয়েছে। সম্পাদনা: মোহাম্মদ আবদুল্লহ মজুমদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়