শিরোনাম
◈ আওয়ামী 'ভোটব্যাংক' দখলে দৃশ‌্যমান তৎপরতা জামায়াত, এনসিপি ও বিএনপির  ◈ অ‌নেক লড়াই ক‌রেও জিত‌তে পার‌লো না ম‌্যান‌চেস্টার সি‌টি নিউক্যাসলের কা‌ছে হে‌রে গে‌লো ◈ এবার বিএনপির ১০ নেতা যে সুখবর পেলেন দল থেকে! ◈ টেস্টে ভার‌তের নিম্নগামী পারফরম্যান্স! কোচ গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে ক্রিকেট বোর্ড ?  ◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৭, ০৬:১১ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০১৭, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডায় পৌঁছেছেন সুরেন্দ্র সিনহা, পদত্যাগের বিষয়টি অনিশ্চিত!

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে : বিদেশে অবস্থানরত অবস্থায় পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবরে পাঠিয়েছেন বলে যে সংবাদ বাংলাদেশে প্রচারিত হয়েছে, তার সত্যতা যাচাই করা না গেলেও সিঙ্গাপুর থেকে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় কানাডার টরন্টোয় এসে পৌঁছেছেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা। এতে দীর্ঘ পথ পাড়ি দেবার কারণে পিয়ারসন এয়ারপোর্ট থেকে সরাসরি নিকটজনের সহায়তায় ডাউনটাউনে যেখানে উঠেছেন, সেখানে অন্য কারোর সঙ্গে দেখা দেননি তিনি।

এর আগে গত ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি। সেদিন বাসভবন ত্যাগের আগে মিডিয়ার সামনে বলেছেন, ‘আমি অসুস্থ না। আমি পালিয়েও যাচ্ছি না। আমি আবার ফিরে আসব। আমি একটু বিব্রত। আমি বিচার বিভাগের অভিভাবক। বিচার বিভাগের স্বার্থে, বিচার বিভাগটা যাতে কলুষিত না হয়, এ কারণেই আমি সাময়িকভাবে যাচ্ছি’। পরে অস্ট্রেলিয়ায় পৌঁছে তিনি বড় মেয়ের বাসায় পুরোটা সময় কাটিয়েছেন। এরপর ১০ নভেম্বর ছুটির মেয়াদ শেষ হওয়ার আগে ৬ নভেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটে যান। সেখানে ৪ দিন চিকিৎসা শেষে দেশে ফেরার কথা ছিল। কিন্তু তা না করে তিনি চলে এসেছেন কানাডায়। কিন্তু কেন?

এর একটি কারণ হতে পারে কানাডার ম্যানিটোবা প্রদেশে অধ্যয়নরত ছোট মেয়েকে দেখতে যাওয়া। তবু সেটা অনুমান নির্ভর। কেননা তার অস্ট্রেলিয়া যাওয়ার পর সুপ্রিমকোর্ট থেকে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবরে একটি চিঠি প্রেরিত হয় বলে গণমাধ্যমে প্রকাশ। এতে বলা হয়, ‘প্রধান বিচারপতি এসকে সিনহা দীর্ঘদিন বিচারকাজে থাকায় এবং অবসর গ্রহণের তারিখ নিকটবর্তী হওয়ায় মানসিকভাবে অবসাদগ্রস্থ। মানসিক অবসাদ দূর করার জন্য প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য গমন এবং অবস্থান করতে চান’।

এখন দেখার বিষয়, কানাডায় পদাপর্ণের পর প্রধান বিচারপতি কী বলেন বা কোথায় যান অথবা তার পদত্যাগ বিষয়টি সত্যি কিনা?

ই-মেইল: নঁশযধৎর.ঃড়ৎড়হঃড়@মসধরষ.পড়স

  • সর্বশেষ
  • জনপ্রিয়