শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৭, ০৬:১১ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০১৭, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডায় পৌঁছেছেন সুরেন্দ্র সিনহা, পদত্যাগের বিষয়টি অনিশ্চিত!

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে : বিদেশে অবস্থানরত অবস্থায় পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবরে পাঠিয়েছেন বলে যে সংবাদ বাংলাদেশে প্রচারিত হয়েছে, তার সত্যতা যাচাই করা না গেলেও সিঙ্গাপুর থেকে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় কানাডার টরন্টোয় এসে পৌঁছেছেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা। এতে দীর্ঘ পথ পাড়ি দেবার কারণে পিয়ারসন এয়ারপোর্ট থেকে সরাসরি নিকটজনের সহায়তায় ডাউনটাউনে যেখানে উঠেছেন, সেখানে অন্য কারোর সঙ্গে দেখা দেননি তিনি।

এর আগে গত ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি। সেদিন বাসভবন ত্যাগের আগে মিডিয়ার সামনে বলেছেন, ‘আমি অসুস্থ না। আমি পালিয়েও যাচ্ছি না। আমি আবার ফিরে আসব। আমি একটু বিব্রত। আমি বিচার বিভাগের অভিভাবক। বিচার বিভাগের স্বার্থে, বিচার বিভাগটা যাতে কলুষিত না হয়, এ কারণেই আমি সাময়িকভাবে যাচ্ছি’। পরে অস্ট্রেলিয়ায় পৌঁছে তিনি বড় মেয়ের বাসায় পুরোটা সময় কাটিয়েছেন। এরপর ১০ নভেম্বর ছুটির মেয়াদ শেষ হওয়ার আগে ৬ নভেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটে যান। সেখানে ৪ দিন চিকিৎসা শেষে দেশে ফেরার কথা ছিল। কিন্তু তা না করে তিনি চলে এসেছেন কানাডায়। কিন্তু কেন?

এর একটি কারণ হতে পারে কানাডার ম্যানিটোবা প্রদেশে অধ্যয়নরত ছোট মেয়েকে দেখতে যাওয়া। তবু সেটা অনুমান নির্ভর। কেননা তার অস্ট্রেলিয়া যাওয়ার পর সুপ্রিমকোর্ট থেকে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবরে একটি চিঠি প্রেরিত হয় বলে গণমাধ্যমে প্রকাশ। এতে বলা হয়, ‘প্রধান বিচারপতি এসকে সিনহা দীর্ঘদিন বিচারকাজে থাকায় এবং অবসর গ্রহণের তারিখ নিকটবর্তী হওয়ায় মানসিকভাবে অবসাদগ্রস্থ। মানসিক অবসাদ দূর করার জন্য প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য গমন এবং অবস্থান করতে চান’।

এখন দেখার বিষয়, কানাডায় পদাপর্ণের পর প্রধান বিচারপতি কী বলেন বা কোথায় যান অথবা তার পদত্যাগ বিষয়টি সত্যি কিনা?

ই-মেইল: নঁশযধৎর.ঃড়ৎড়হঃড়@মসধরষ.পড়স

  • সর্বশেষ
  • জনপ্রিয়